***** -‘ব্যক্তিক লাভে ব্যক্তির অমঙ্গল, সার্বজনীন লাভেই ব্যক্তির কল্যাণ,’-এমন ব্যক্তিবিরোধী বিশ্বাসে দৃঢ়ভাবে আত্মসমর্পণ করার যোগ্যতা যারা অর্জন করেছে, তারাই গৌরবের সাথে তাদের দেশটাকে বিশ্বমাঝে উন্নত দেশ হিসেবে চিনিয়ে দিতে পেরেছে। এবং বিনিময়ে প্রত্যেকে যেমন বিশ্বসমাজের কাছ থেকে পেয়েছে শ্রেষ্ঠতম বাসিন্দার প্রাপ্য সম্মান, তেমনি স্বদেশেও পেয়েছে সকলে সুরক্ষিত নাগরিক অধিকার। নিত্য সমসূত্রে প্রকাশ্য উচ্চারণে যেন আমাকেও সুর মেলাতে বাধ্য করা হয়,- -‘আমার একার কোনো ভালোই যে দেশের ভালো নয় ... সহজ এ বিষয়টা আমি বুঝতে চাই না সোজাসুজি কখনো বা না-বোঝার ভানে পলায়ন চেষ্টা করি তবে দশের পক্ষ থেকে চড়-থাপ্পড় আসতে দেখলেই দশের ভালোতে যে আমারও ভালো হয়তো বা আমি তখন কিছুটা বুঝি এখানে চড়-থাপড়ের বদলে যখন দেখি লাথি-গুরি পালাতে না-পেরে, ধরা-পরা-আমি বুঝি পুরোপুরি ।।’...
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।