এক লাখ বত্রিশ হাজার একশো সত্তর। একটা বড়োসড়ো সংখ্যা, বলুন তো কী? এর সাথে পড়ুন 'কোটি টাকা" এই শব্দবন্ধটুকু। এবার পরিষ্কার ধরে ফেলেছেন, এটা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২০১০-১১ অর্থবছরের বাজেট।
৫৩ বিলিয়ন বা ৫৩০০ কোটি মার্কিন ডলার। টাকার হিসেবে, ৫৩০০ গুণন গড়ে ৭০/- বা তিন লাখ ৭১ হাজার কোটি ।
এটাও একটা বড়ো অংক, নিঃসন্দেহে। কী বলুন তো? এটা হলো চলতি সালের জুনের হিসেবে বিল গেটসের সম্পদের পরিমাণ।
এই পৃথিবীতেই, এই সময়েই, একজন ব্যক্তির মোট সম্পদের পরিমাণ একটি চার দশক বয়সী দেশের দুই বছরের বার্ষিক বাজেটের চেয়েও বেশ অনেকটা বেশি-- চমৎকার না?
বাংলাদেশের বাজেটের ১১.৮ শতাংশ আবার বৈদেশিক উৎস থেকে যোগাড় হবে। এর মধ্যে ৮.২ শতাংশ বৈদেশিক ঋণ হিসেবে আর বাকী মাত্র ৩.৬ শতাংশ অনুদান। তার মানে, ১৬ কোটি মানুষের দেশটি নিজের মুরোদে যোগাড় করবে ১,৩২,১৭০ কোটি টাকার শতকরা ৮৮.২ ভাগ।
তুলনাটা মনটা তেতো করে দিয়েছে। আর লিখতে ভালো লাগছেনা।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।