লিশিথ রাতের চন্দ্র ভাল লাগলেও জোৎস্না ভাল লাগে না।
১.
আমার অফিস থেকে বাসায় ফিরতে ফিরতে অনেক রাত হয়ে গেলো আর ক্লান্ত ও।
দরজা খুলে দিলো ৬ বছরের পুরোনো বর। কিন্তু দেখলাম যেন নতুন জামাই, সেজেছে, চুলও কি স্পাইক করেছে? পান্জাবিটাও মনে হল নতুন, নাকি অনেক দিন পড়ে না?
মনে হলো মুগ্ধ যখন হয়েছি তখন কিছু একটা বলা দরকার।
বললামও, ‘তোমাকে আজ একদম পরের নতুন জামাই এর মতো লাগতাছে’
এই জীবনে এখন পর্যন্ত আমার বরকে দেওয়া এটাই আমার সেরা কমপ্লিমেন্টস।
২.
আমার ছেলের বয়স ৩ বছর । রাতে ঘুমাতে গেছি, মেয়ে বলে, ”মা, আব্বুর জ্বালায় ঘরেই থাকা যায় না!! টিভি এ খালি খেলা দেখে, আর চিতকার করে”। মেয়ের উপলিব্ধতে আমি মহামুগ্ধ। আমি যা বলতে পারলাম না মেয়ে কেমন অবলীলায় বলে দিল।
সকালে বের হয়ে রাতে বাসায় ফিরি।
জামাই'র প্রশ্ন বাসায় ফিরতে এত লেট কেন? আমি অফিসের অজুহাত দেই। আর মনে মনে মেয়ের কথাটা মনে করি।
আমার বুক ফাটে তো মুখ ফোটে না!
৩.
গত মাসের ঘটনা। একিদন বাসায় যেয়ে দেখি মেয়ে দুই কানে তুলা দিয়ে ঘুরতাছে। জিগাইলাম, মামনি কানে তুলা কেন।
মেয়ে বললো, আব্বু আর মামা খালি জোরে জোরে কথা বলে।
কয়েক দিন ধরে ভাবছি তুলা কিনতে হবে কয়েক টন।
৪.
জীবনের কিছু দ্বন্দ্ব
তুমি যা চাও তা পাও না (ভালবাসা)
আবার যা পাও তা উপভোগ করো না (বিয়ে)
যা উপভোগ করো তা আবার চিরস্থায়ী নয় (বন্ধু)
যা চিরস্থায়ী সেটা আবার বিরক্তিকর (জামাই)। /
৫.
এই এসএমএসটা আমার এক বিবাহিত বান্ধবী পাঠাইছিল। ইংরেজি তর্জমা কইরা দিলাম
সবসময় পার্টস-এ স্বামীর ছবি রাখুন।
যখনই বড়ো কোনো সমস্যায় পড়বেন তখন পার্টস বের করে স্বামীর ছবিটা দেখবেন, আর মনে করবেন এর চেয়ে বড় সমস্যা আর কিছুই হতে পারে না। (
(সংবিধিবদ্ধ সতর্কীকরণ: আমার পার্টস-এ আমার জামাইর ছবি নাই)
৬.
সরকারের উচিত অবিবাহিত মেয়েদের উপর ১৫ শতাংশ কর বসানো।
কিছূ মানুষ অন্যদের তুলনায় সুখে থাকবে এটা তো হতে পারে না।
উৎস: Click This Link
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।