এক ব্যক্তি অনেক দূরের পথ অতিক্রম করে সাতটি বিষয় জানার জন্য একজন জ্ঞানী ব্যক্তির নিকট উপস্হিত হয়ে তার কাছে জনতে চাইল। আল্লাহ আপনাকে অনেক জ্ঞান দান করছেন, তা থেকে আমি সামান্য জ্ঞান অর্জনের জন্য এসেছি। আপনী দয়া করে কি প্রশ্ন গুলোর উওর দিবেন।
প্রশ্ন ১: আসমানের ওজন কি রূপ,তর চেয়ে বেশী ওজনের কোন বস্তূ আছে কি ?
উওর: নির্দোষ নিখুঁত লোকের উপর দুর্নাম আরোপ করা আসমান অপেক্ষা ভারী গুনাহ।
প্রশ্ন ২: জমিন কিরূপ ভারী এবং তার চেয়ে বেশী ভারী বস্তূ আছে কি ?
উওর: হক ও খাঁটি কথার ওজন জমিনের চেয়ে ও বেশী ভারী।
প্রশ্ন ৩: পাথর থেকে শক্ত বা কঠিন বস্তূ আছে কি ?
উওর: কাফিরের মন পাথরের তুলনায় অধিক শক্ত ও কঠিন।
প্রশ্ন ৪: আগুনের চেয়ে বেশী তাপযুক্ত বস্তূ আছে কি?
উওর : লোভ লালসা ও হিংসা আগুনের চেয়ে ও অধিক তাপযুক্ত বা উওপ্ত।
প্রশ্ন ৫: যামহারীর (ঠান্ডা একটি দোযখের নাম) তুলনায় ঠান্ডা কোন স্হান আছে কি?
উওর : কোন নিকট আত্নীয় স্বজনের কাছে কোন অভাব বা প্রয়োজন পেশ করার পর তা পূরন না হওয়া যামহারীর তুলনায় ও অধিক ঠান্ডা।
প্রশ্ন ৬: মহাসাগরের চেয়ে প্রশস্ত কোন বস্তূ আছে কি?
উওর : স্বল্পেতুষ্ট ব্যক্তির মন মহাসাগরের চেয়ে সুপ্রশস্ত।
প্রশ্ন ৭: অনাথ ইয়াতিমের চেয়ে হেয় বা দুর্বল অসহায় কেউ আছে কি?
উওর : চোগলখোরীর দুর্স্কম যখন প্রকাশ পায় তখন সে অনাথ ইয়াতিমের চেয়ে ও হেয় ও দুর্বল অসহায় হয়ে যায়।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।