প্রেম ছিল, আশা ছিল মানুষ "আবুল" হলে কতটা আবুল হয় তার প্রমান আমাদের মহামান্য যোগাযোগ মন্ত্রী আবুল হোসেন। এই মহামান্য মন্ত্রী বলেছেন, গাড়িতে সিটবেল্ট বাঁধা থাকলে নাকি তারেক মাসুদ, মিশুক মনির সহ অন্যটা মরত না। আহা কি তত্ব। মাইক্রোবাসে কি সবার জন্য সিটবেল্ট আছে? ঘাতক বাসটি ঐ মাইক্রোবাসের অর্ধেকটা ভেঙ্গে গুঁড়িয়ে নিয়ে গেছে । এই অবস্থায় সিটবেল্ট বা বুলেট প্রুফ জ্যাকেট তাদের কীভাবে বাঁচাতো ? উনি মন্ত্রী হবার পর এক কিলোমিটার রাস্তাও মেরামত করেননি। তৈরী তো পরের কথা। এখন বর্ষাকাল এবং সামনে ঈদ। এবার যে কতজন মরবে... আবুল হোসেন আমাদের যোগাযোগ মন্ত্রী যার ইংরেজি Communication Minister এটাই বা কোন আবুলের করা।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।