আমাদের কথা খুঁজে নিন

   

মহামান্য সরকার খেয়াল কইরা

জয় হবে সত্যের , জয় হবে মানবতার , জয় হবে মানুষের মহামান্য সরকার মহোদয়ের প্রতি আকুল আবেদন জনাব আমি এক অল্প ঞ্জানী নাস্তিক মানুষ ধর্ম মানিনা তাই যাই বলিনা কেন তাহা কোন না কোনভাবে ধর্ম সমালোচনাই হয়ে যায়,কিন্তু ইদানিং শুনিতে পাইতেছি মুসলমানগো ধর্মানূভুতিতে আঘাত দিলে সরকার তাহার বিরুদ্ধে ব্যাবস্থা গ্রহন করিবে কিন্তু মহোদয় আমি এক নাদান মানুষ কোন কোন কথায় তাহাগো অনূভূতি খাড়াইয়া যাইবো তাহা আমি বুঝিতে অক্ষম,কোন কোন জায়গায় এমনো হইয়াছে যে শুধু আমি নাস্তিক এই কথাটুকু বলিতেই অনেকের অনূভূতী লিঙ্গ দন্ডের ন্যায় খাড়াইয়া গিয়াছে অতএব মহোদয় আপনারা যেমন মুঠোফোনে বার্তা প্রদান করিয়া আমাদিগকে সতর্ক করিতেছেন ঠিক তেমনি অনূভূতি খাড়া হইবার সবিস্তার অনূলিপি যদি আমাদিগকে প্রদান করিতেন তাহা হইলে এই নাদানের পক্ষে বুঝিতে সুবিধা হইতো অথবা অনূভূতি নামা নামে কোন পুস্তক রচনা করিয়া যদি আমাদিগকে প্রদান করিতেন তাহা হইলো এই নাদান বুঝিতে পারিতো । মহামান্য সরকার মহোদয় আমি আরো আনন্দের সহিত বলিতে চাই যে এই একবিংশ শতাব্দীতে আমরা গর্বিত যে আমরা আবারো স্বচক্ষে আদিম যুগ দেখিতে পারিবো,আমরা বিঞ্জান ছাড়িয়া কোরান ধরিবো আমাদের এরোপ্লেন জাহাজ প্রয়োজন হইবে না আমরা দোয়া পড়িয়া ফু দিয়া সত্যযুগের বুজুর্গান দের ন্যায় মাদুরে ভর করিয়া আকাশে উড়িব পানিতে ভাসিব, ইহা ভাবিতেই আনন্দে আমার চক্ষু সজল হইয়া উঠিতেছে,সত্যযুগের ন্যায় আমরা গননাযন্ত্র,মুঠোফোন,অন্তর্জাল এইসব ইহুদি নাসারা গো পন্য বর্জন করিয়া গুহাতে বসিয়া ধ্যান করিবো আর জগতের সকল অদেখা রহস্য উন্মোচিত হইয়া যাইবে,চারিদিকে শুধু সুখ আর সুখ বিরাজ করিবে আর আপনারাও নিশ্চিন্ত মনে সুইস দেশীয় অর্থসংরক্ষনাগারে দেশের সমূদয় অর্থ নিজ নিজ নামে সংরক্ষন করিবেন। মাননীয় সরকার মহোদয় এই নাদানের কথায় আপনারা আবার দন্ড খাড়া করিয়েন না ,পুরুষ দন্ড খাড়া হইলে নারীর সুখ কিন্তু ইমান দন্ড খাড়া হইলে মরে নিরীহ মানুষ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.