নীচের ক্যালেন্ডারটি ভাল করে খেয়াল করুন:
কিছু পেলেন? না আমি পাইনি, পরে পড়ে পেলুম। এখানে ১১ দিন কম আছে! হ্যাঁ ঠিকই বললুম ১১ দিন নেই। সেপ্টেম্বর মাসটি দেখুন ২রা সেপ্টেম্বর এর পর ১৪ ই সেপ্টেম্বর । আর এই ক্যালেন্ডারটি ১৭৫২ সালের।
এখানে ৩ রা সেপ্টেম্বর থেকে ১৩ ই সেপ্টেম্বর পর্যন্ত নেই।
তখন ইংল্যান্ডের রাজা ছিলেন দ্বিতীয় জর্জ। বাবা প্রথম জর্জ মারা গেলে
(রাজা দ্বিতীয় জর্জ ১৬৮৩- ১৭৬০)
১৭২৭ সালে তিনি ইংল্যান্ড এর রাজা হন। তখন স্কটল্যান্ড আলাদা রাজ্য ছিল। দ্বিতীয় জর্জ এর আসল নাম জর্জ অগাস্টাস, বাবার নাম প্রথম জর্জ আর মায়ের নাম সোফিয়া ডরোথী।
তিনিই বছরের ক্যালেন্ডার 'জুলিয়ান' থেকে 'গ্রেগরিয়ানে' পরিবর্তন করেন।
পার্লামেন্ট এ 'ক্যালেন্ডার এক্ট ১৭৫১' এর মাধ্যমে এই পরিবর্তন আনা হয়। এর ফলে বছরের প্রথম দিনটিও পাল্টে ফেলা হয়। এটাকে বলা হয় Supputation of the Year.
১৭৫২ এর আগে বছর শুরু হত ২৫ শে মার্চ যাকে বলা হত Lady day.
Lady day ছিল ৪ টি কোয়ার্টার ডে এর একটি। অর্থাৎ একটা বছরকে মোট ৪ টা অংশে ভাগ করা হত। সেগুলি ছিল ২৫ শে মার্চ= Lady Day,
২৪ জুন= Mid Summers Day, ২৯ শে সেপ্টেম্বর= Michaelmas Day আর ২৫শে ডিসেম্বর= Christmas Day।
ঐ আইন করার আগে ইংল্যান্ডে ২৫ শে মার্চ ১৬৪২ এর পর দিন ছিল
২৬ শে মার্চ ১৬৪৩।
এখন এই আাইন করার ফলে ৩১ শে ডিসেম্বর ১৭৫১ এর পরদিন হল
১ লা জানুয়ারী ১৭৫২।
কিন্তু ১৭৫১ হয়ে গেল একটা ছোট বছর Short Year, মাত্র ২৫ শে মার্চ থেকে ৩১ শে ডিসেম্বর!
আগে ট্যাক্স দেয়ার তারিখ ছিল লেডি ডে তে অর্থাৎ ২৫ শে মার্চ। কিন্তু ১৭৫২ এর সেপ্টেম্বর এর ১১ দিন মুছে দেয়ার ফলে লোকেরা লেডি ডে তে মানে ২৫ শে মার্চ ট্যাক্স দিতে অনীহা প্রকাশ করল। এছাড়া ১৭৫৩ এর ২৫ শে মার্চ ছিল রোববার ছুটির দিন সুতরাং আরো অনীহা।
ট্যাক্সের লোকেরা বলল ঠিক আছে ট্যাক্স দিবা আরো ১১ দিন পর অর্থাৎ ৬ ই এপ্রিল ১৭৫৩। সেই থেকে ইংল্যান্ডে ট্র্যাক্স ইয়ার আরম্ভ হয় ৬ ই এপ্রিল থেকে।
অনেক সম্ভাব্য প্রশ্নের উত্তর আমার জানা নেই। আপনি প্রশ্ন আর উত্তর জানলে কাইন্ডলি শেয়ার করবেন। ধন্যবাদ।
সুত্র: Click This Link
Click This Link
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।