আমাদের কথা খুঁজে নিন

   

স্বপ্নময় প্রজাপতি

আমি এক রাত জাগা পাখি। তাই তো রাত এর আঁধারে বসে আছি একা। খোলা আকাশের স্বপ্নগুলো উড়ে বেড়ায় মনের মাঝে স্বপ্নগুলো প্রজাপতি হয়ে কে জানে কথায় তার গন্তব্য , নতুন এক পৃথিবী আজ উন্মুক্ত অদ্ভুত সুন্দর। ঠিক যেন মাত্র জাগ্রত হলাম আমি ভয় গুলো সব পিছে রেখে চলেছি ঠিক যেন সবার আগে। জীবন তা ঠিক যেন বাতাসে ভেসে বেড়ায় ঠিক যেন বলছে আমায় এই জীবন উড়ছি আমি, যা ইচ্ছে তাই। কষ্ট গুলো এক পলকে শেষ হয়ে গেল। এক মুহূর্তে আমি বদলে গেলাম। তাই ত উড়ছি আমি উড়ছি আমি, যা ইচ্ছে তাই। http://imruhossain.wordpress.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।