আমাদের কথা খুঁজে নিন

   

স্বপ্নময় ও নিষ্ঠুর মেঘকুণ্ডুলির সংশয়

.

আগাম হেমন্তে আরো যে কিশোর আমার পরও ডাকবে ইশারায় , আড় চোখে তোমার লাবণ্য পোড়াবে সঞ্চিত সন্তাপে তাকে আমার কথা বলো না। বেদনায় ভরা তার বাহু, আঙুল , দৃষ্টি । দুঃসাহসী অন্ধকারে স্বপ্নময় ও নিষ্ঠুর মেঘকুণ্ডলির সংশয় নিয়ে তোমার মুখের অনান্তীয় রেখা ছুঁয়ে যায় যদি ; তোমার গোপন চিবুকে , বৈদ্যুতিন ম্যানায় জমানো আমার উপর পড়া অনুরাগ , বহুবর্ণ ঈর্ষা ধ্বনি , লক্ষ্যহীন ঝড় - বৃষ্টি , পরাজিত লু হাওয়া তার আড়াল করে রেখো। রচনা: ২৪/০৪/১০ সকাল থেকে বসে লিখলাম। এখন মনে হচ্ছে অন্য কারো লেখা স্মরণ করে করে লিখছি!তাই আর এগুনো গেল না।পরে চেষ্টা করা যাবে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।