আমাদের কথা খুঁজে নিন

   

স্বপ্নময়..............

জানতেই আছি আর জানতেই আছি,জানার আর শেষ হয়না......
আবারও একটি মুহূর্ত এলো নাহ, কোন বেদনার সাক্ষী হয়ে না স্বপ্নের মায়াজালে জড়ানো মৌনতার সুতোয় বোনা অনেক দিনের কাঙ্খিত আর লালিত ক্যানভাসের রঙিন রঙতুলির মতো পায়েলের মৃদু ছন্দের মতো নরম ঠোটের স্পর্শের মতো আর একটুখানি ভালোবাসার আভরণ আধো স্বপ্ন আর আধো জাগরণ ভাবনাটা কি খারাপ হতো?? যদি এভাবেই দিন চলে যেতো ?? থাকুক লুকিয়ে মনের কোণে স্বপ্নময় সে সব মুহূর্ত
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।