আমাদের কথা খুঁজে নিন

   

স্বপ্নময় স্বপ্ন আমার:

‍" আমার একটা স্বপ্ন ছিল" ....... সবার স্বপ্ন থাকে ..... থাকতে হয়... না হলে স্বপ্নহীন আমরা বেঁচে থাকি কি করে?? .... সত্যি ভাবতে পারিনা....আমরা বেঁচে আছি....নি:শ্বাস নিচ্ছি ....স্বপ্নছাড়া ..... স্বপ্নহীন মানুষ নামক জড় পদার্থের ন্যায়। আমি আমার স্বপ্নগুলো বুনে যাব এইখানে ........... বিনিময় করব ... যাতনা, হাসি, আনন্দ, স্বপ্ন ........। আমার স্বপ্নময় জগতে আপনাদের রইলো সাদর আমন্ত্রণ ...............!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।