আমাদের কথা খুঁজে নিন

   

মেঘপঞ্জিকা - মেঘ হলে মন

মনের জানালায় দাঁড়িয়ে ভাবনাগুলোর মিলিয়ে যাওয়া দেখি। গুচ্ছ গুচ্ছ মেঘ হয়ে, ঐ দূর দিগন্ত পানে... নিজের হাতে বানানো চা খেতে খেতে একটা গান শুনছি। শ্রীকান্ত আচার্য্যের "মেঘ হলে মন"। এত্ত ভালো লাগছে, সেই কাল থেকে নাগাতার শুধু এই গানটায় শুনছি। মনটা কোথায় উড়ে উড়ে চলে যাচ্ছে যতবার শুনছি প্রতিবারেই।

ভালো একটা ঘুম দিয়ে উঠে এখন আয়েশ করে চা খেয়ে এমন ঝরঝরে, এত্ত হালকা লাগছে। মেঘ হলে মন বিকেলবেলায় একলা যেতাম মেঘের বাড়ি ... : Did you find what you looking for? বই হাতে পে করতে গেলে সুন্দরী আমেরিকান তরুণীর প্রশ্ন। হেসে বললাম - : I wasn't looking for anything actually : So you just got lucky? উত্তরে হাসলাম শুধু, কিছু বললাম না। পে হলে পরে ব্যাগে বই দুটো ঢুকাতে ঢুকাতে প্রশ্ন করলো - : So are you doing anything with tagore? : Actually i love tagore : Oh nice! i've read some tagore as well : he wrote so much that you can't finish reading everything in your life..i've been reading him for last 8 years : wow এইবারেও উত্তরে হাসলাম। এরপর বিদায় নিয়ে বই এর ব্যাগ হাতে বেড়িয়ে এলাম Asia Society-র মিউজিয়াম থেকে।

গিয়েছিলাম একটা এক্সিভিশনে। পাকিস্তান থেকে সংগৃহীত বুদ্ধের কিছু মূর্তি এবং ভাস্কর্য নিয়ে প্রদর্শনী চলছে ওখানে। সেখান থেকে ফেরবার পথে ওদের স্টোরে ঢুঁ মারি। ঘুরতে ঘুরতেই Something Old, Something New: Rabindranath Tagore's 150th Birth Anniversary এবং The Essential Tagore বইদুটো চোখে পড়লো আর কন্টেন্ট দেখে লোভ সামলাতে না পেরে কিনেই ফেললাম। পরের বইটা অবশ্য খুজছিলাম মনে মনে বেশ কিছুদিন ধরে।

তর সইছে না কবে বইদুটো পড়ে উঠবো আর নতুন কিছু তথ্য, ছবি পাবো। আর একটা কয়েন কিনলাম। চাইনীজ কিছু কথা লেখা আর কিছু আকিঁবুকি। Feng Shui এর উপর একটা বই পড়তে যেয়ে দাগগুলো দেখেছিলাম কিন্তু মনে করতে পারছিনা কি বলে এদের। আশা করছি ভালো কিছু লেখা আছে ওখানে।

কিছু দেশী স্টাইলের নজরকাড়া ঝুলানো ব্যাগ চোখে পড়লো। এত্ত সুন্দর আর কারুকাজ করা। এইখানে সাবওয়েতে অনেক আমেরিকান তরুণীকে দেখেছি এই ধরণের ব্যাগ কাঁধে নিতে। ইচ্ছে করছিল একটা কিনি। পরে মনে হল থাক, দেবার তো কেও নেই।

প্রদর্শনীর কথায় ফিরে আসি। ছবি তোলার অনুমতি নেই তাই ঠিক শব্দে বুঝাতে পারবোনা কি দেখে এলাম। গায়ের লোম খাড়া হয়ে যায় হাজার বছর আগেকার এইসব শিল্পকলা দেখলে। এমন অসাধারণ। পুরো প্রদর্শনীটা জুড়ে ছিল বুদ্ধের জীবন, তার ধ্যান এবং তার আশেপাশের মানুষগুলোকে ঘিড়ে।

একটা ম্যাপ দেখলাম যেখানে আধুনিক ভারত, পাকিস্তান আর বাংলাদেশ আর তার পাশেই একি ভূগলিক অবস্থানে তখনকার সেই হাজার বছর আগেকার ম্যাপ। কুশান সাম্রাজ্য, উজ্জয়িনী, বিদিশা, মিথিলা। কালিদাসের মেঘদূতে যে যে জায়গাগুলোর উল্লেখ আছে সেইসব নাম দেখে শিহরিত হচ্ছিলাম। এইখানে দেওয়া ছবিদুটো ওদের ওয়েবসাইট থেকে নেওয়া যেগুলো আজ প্রদর্শনীতে দেখে এলাম। আরো জানতে নীচের লিঙ্কদুটোতে ক্লিক করতে পারেন।

আর নীচে দিলাম সেই "মেঘ হলে মন" গানটাও চাইলে গানটা শুনতে শুনতে পোষ্টটা আবার পড়তে পারেন। http://sites.asiasociety.org/gandhara/exhibit-sections/buddhas-and-bodhisattvas/ http://sites.asiasociety.org/gandhara/exhibit-sections/narratives-and-architectural-context/ ... ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।