আমাদের কথা খুঁজে নিন

   

মেঘপঞ্জিকা - সিনেমাকথন ১৬

মনের জানালায় দাঁড়িয়ে ভাবনাগুলোর মিলিয়ে যাওয়া দেখি। গুচ্ছ গুচ্ছ মেঘ হয়ে, ঐ দূর দিগন্ত পানে...
অনেকদিন বাদে আজ দুচোখ ভাসিয়ে কাঁদলাম। ২০০৪ সালে জাতীয় পুরস্কার পাওয়া মারাঠি এই সিনেমাটার (Shwaas) অস্কারে যাওয়ার খবর পড়েছিলাম। তখন থেকেই দেখার বাসনা ছিল। আজ লাইব্রেরীতে পেয়ে গেলাম।

সত্যি ঘটনার উপর ভিত্তি করে নির্মিত এই মুভির গল্পটা দু লাইনেই বলে ফেলা যায়। কৃতিত্বটা হচ্ছে সেই গল্পকেই দেড় ঘন্টার মুভির বিষয়বস্তু করে দর্শককে টেনে ধরে রাখা। এমন কিছু দৃশ্য ছিল মুভিটিতে, এমন কিছু সাধারণ প্রশ্ন যা শোনে দুচোখ অশ্রুসিক্ত হয়ে আসছিল বারে বারে। আমার মর্মে মর্মে দাদার অসহায় মুখটা বিধঁছিল যাকে তার নাতিটিকে এবং তার মাকে কঠিন এক খবর শোনাবার দায়িত্ব অর্পণ করা হয়েছে। ডাক্তার যখন দাদাকে বুঝিয়ে বলছিলেন তাঁর নাতিটিকে এই কঠিন কথাটা জানাতেই হবে বিধ্বস্ত দাদা তখন ডাক্তারকে একটি প্রশ্ন করেছিলেন।

অশ্রুর বাধঁন বাধঁছেড়া হওয়ার জন্য বিধ্বস্ত দাদার মুখ এবং সেই প্রশ্নটি যথেষ্ট। মুভিটি যারা দেখতে আগ্রহী তাদেরকে অনুরোধ করবো কাহিনীটা আগে না পড়ার নইলে মুভিটার আবেদন অনেকখানিই কমে যাবে। সংগ্রহ করতে পারলে অবশ্যই দেখুন আর শিহরণ জাগানিয়া কিছু অনুভূতির স্বাদ গ্রহণ করুন। IMDB থেকে মুভিটার প্লটটা দেখুন। অন্তত এইটুকুন নির্দ্বিধায় পড়া যায়ঃ "This story is about how an old man tried to show his grandson the preciousness and beauty of life in a no win situation. It is about keeping a positive attitude towards life" http://www.imdb.com/title/tt0396962/ আমার দেখা ভালোলাগা কিছু মুভির তালিকা
 


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।