আমাদের কথা খুঁজে নিন

   

মেঘপঞ্জিকা - সিনেমাকথন ১০

মনের জানালায় দাঁড়িয়ে ভাবনাগুলোর মিলিয়ে যাওয়া দেখি। গুচ্ছ গুচ্ছ মেঘ হয়ে, ঐ দূর দিগন্ত পানে...

এক কিষাণের দুই বিঘা জমি গ্রামের জমিদারের কারখানা স্থাপনে প্রতিবন্ধকতা সৃষ্টি করছিল। এই জমিটুকুনই কিষাণের একমাত্র সম্বল। জমিদারের কাছে জমিটা এরিমধ্যে বন্ধক আছে এখন দরকার শুধু ছিনিয়ে নেয়া। কিন্তু কিষাণ তা কিছুতেই হতে দিবে না।

কিষাণ আর তার পরিবার নিজেদের আদর্শকে, বিবেককে বিকিয়ে না দিয়ে জীবনযুদ্ধে নেমে পরে তাদের জমি বাচাঁতে। "দুই বিঘা জমি"-তে দারিদ্রতার নিষ্ঠুর চিত্র পরিচালক এতো নিখুঁত ভাবে ফুটিয়ে তুলেছেন যে তাক লেগে যায়। আর অভিনয়ও হয়েছে বিষ্ময়ে মুখ হা করে দেয়ার মতোন। ঋত্বিক ঘটকের সুবর্ণরেখার কথা মনে পরে যাচ্ছিল এই মুভিটা দেখতে দেখতে। যদিও বিমল রায় ঋত্বিকের মতো খাতরনাক করে তুলেননি, কিন্তু যেটুকুন করেছেন তাতেই বলিহারি! রেটিং ১০-ই ৮.৬ একটা জিনিস নতুন করে উপলব্ধি করেছি এই মুভিটা দেখতে দেখতে।

সে হচ্ছে শ্রমের মর্যাদা। তা সে কায়িক-ই হোক বা মানসিক। http://www.imdb.com/title/tt0045693/ আমার দেখা ভালোলাগা কিছু মুভির তালিকা

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।