আমাদের কথা খুঁজে নিন

   

মেঘপঞ্জিকা - সিনেমাকথন ১৫

মনের জানালায় দাঁড়িয়ে ভাবনাগুলোর মিলিয়ে যাওয়া দেখি। গুচ্ছ গুচ্ছ মেঘ হয়ে, ঐ দূর দিগন্ত পানে...

অদ্ভুত একটা উপলব্ধি হচ্ছিল এই তুর্কিশ মুভিটা দেখতে দেখতে। মানুষের ভেতর দিয়েই আসলে এই পৃথিবীতেই স্বর্গ বা নরকের স্বাদ পাওয়া যায়। শেখ ফজলুল করিমের "স্বর্গ-নরক" কবিতাটার প্রথম দুচরণ মনে পড়ে যাচ্ছে - "কোথায় স্বর্গ, কোথায় নরক, কে বলে তা বহুদূর? মানুষেরি মাঝে স্বর্গ নরক, মানুষেতে সুরাসুর!" বৃষ্টি শেষে যেমন এক স্নিগ্ধতায় শরীর মন জুড়িয়ে যায় তেমনি এক স্নিগ্ধ অনুভূতিতে সমস্ত মন আবিষ্ট হয়ে আছে। শুদ্ধতা, পবিত্রতা, ভালো লাগার সব অনুভূতিতে যদি কিছুক্ষণের জন্য হারিয়ে যেতে চান তবে এই মুভিটি আপনার জন্য।

তুর্কিশ সংস্কৃতির প্রতি এক ধরণের শ্রদ্ধা তৈরী হয়ে গেল এই মুভিটা দেখতে দেখতে। পরিচালক Ahmet Ulucay তার এই পুরস্কার বিজয়ী প্রথম ছবিতে ছোট্ট একটি তুর্কিশ গ্রামের দুই বালকের শৈশবের কোমলতা, মাধুর্যতা এবং সিনেমার প্রতি তাদের আকর্ষণ তুলে ধরেছেন। Remet দিনে তরমুজ বিক্রি করে এবং সন্ধ্যায় তার বন্ধু Mehmet এর সাথে ভাঙ্গা একটা প্রজেক্টর জোড়া লাগানোর চেষ্ঠা করে। দুজনের-ই স্বপ্ন একদিন তারা বড় সিনেমা পরিচালক হবে। Remet তার থেকে কয়েক বছরের বড় যার প্রেমে পরে সেই লাবণ্যময়ী Nihal এর হাসি, কোমলতা, তার সৌন্দর্যের পরিশীলিত এবং মাধুর্য্যময় প্রকাশ এবং সর্বোপরি তাদের দুজনের ভালোবাসার প্রকাশের ভেতর দিয়েই যেন স্বর্গের দেখা পাচ্ছিলাম।

Nihal এর এক একটা অভিব্যক্তি তার প্রেমে পড়ে যাওয়ার মতোই সুন্দর। "Nihal" শব্দটা কানে এত সুধা ঢালছিল যে নেট ঘেটে বের করেই ফেললাম এরাবিক এই নামের অর্থঃ "Nihal means "darling who has a slender body" or "something fresh" (as in young plant). It's a loan word from Persian. Not an original Turkish word but used as a name." Ulucay তার নিজের জীবনকাহিনী থেকে ধার করে সিনেমার মন্ত্রমুগ্ধকরী এবং সম্মোহনী শক্তিকে তার দারুণ বুননে আবদ্ধ করেছেন এই "Boats out of the Watemelon rinds" মুভিতে। তুর্কিশ যে মিউজিকগুলো এই মুভিতে ব্যবহার করা হয়েছে সেগুলোও মারহাবা টাইপের সুন্দর। সব মিলিয়ে পুরা উরাধুরা একটা মুভি। রেটিং ১০ এ ৮ "There's always a film that is unheard of that takes your breath away with its originality. I'm betting that this film will be it" - Toronto STAR http://www.imdb.com/title/tt0325675/ আমার দেখা ভালোলাগা কিছু মুভির তালিকা


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।