মনের জানালায় দাঁড়িয়ে ভাবনাগুলোর মিলিয়ে যাওয়া দেখি। গুচ্ছ গুচ্ছ মেঘ হয়ে, ঐ দূর দিগন্ত পানে...
বেশ অনেকদিন পর একটা লম্বা ছুটি পেলাম। লম্বা বলতে মোটে চার দিন। তবে সেই অনেক।
আপনাকে আপন সর্বাঙ্গে সর্বান্তঃকরণে ভরপুর মেলে দিয়ে বসে থাকার জন্য যথেষ্ট।
কথাটা রবি বাবুর। জাভাতে বেড়াতে যেয়ে একটা দ্বীপে সমুদ্রে কিনারায় আয়েশ করে বসে দূরে অসীমের দিকে চেয়ে কথাটা বলছিলেন। আমার যদিও জাভায় যাওয়ার সামর্থ্য নেই তবে ঘরে বসেই সেই আয়েশটুকু ভোগ করিনা কেন।
সেই ভেবে বেশ কিছু মুভি নিয়ে আসা। একটার কথা আগের পোষ্টে লিখেছিলাম।
আর যে দুটো মুভি দেখেছি তার একটি হচ্ছে "Belle epoque"
এই মুভির ফার্নান্দোর ভাগ্য দেখলে ঈর্ষান্বিত হতে হয় । একে একে চার বোনের সাথে প্রেম। মুভির কাহিনীটা হচ্ছে এমন -
এক সুদর্শন তরুণ সৈনিক (ফার্নান্দো) আর্মি ছেড়ে চলে এসে জুটে এক গ্রামের ফার্মে। তার রাজনৈতিক মতাদর্শে মুগ্ধ হয়ে সেখানে এক ফার্ম মালিক ফার্নান্দোকে তাঁর বাড়িতে ডেকে নিয়ে যায়। সেখানে ফার্নান্দোর রান্না খেয়ে মালিকতো তুষ্ট।
নিঃসঙ্গ মালিক কিছুতেই তাঁকে যেতে দিবে না। কিন্তু ফার্নান্দোকে যেতে হবেই কারণ মালিকের চার কন্য আসছে শহর থেকে বাবার সাথে সামারের ছুটি কাটানোর জন্য। ট্রেন স্টেশনে বিদায়কালে ফার্নান্দোর সাথে সেই চার কন্যারত্নের সাক্ষাৎ। তার চারজনকেই পছন্দ হয়ে যায়। আর কন্যাচারটারও ফার্নান্দোকে।
ফার্নান্দোর আর যাওয়া হয় না। এরপর আর কি চারজনের সাথেই চুটিয়ে প্রেম
দারুণ উপভোগ্য একটা মুভি। অস্কার জেতা এই স্প্যানিশ মুভিটি সংগ্রহ করতে পারলে অবশ্যই দেখুন।
http://www.imdb.com/title/tt0103791/
...
পরের মুভিটি ইরানীয়ান। বেশ অনেকদিন বাদে ইরানী মুভি দেখলাম।
নাম "It's Winter"। শীত আসার দরুণ একটি পরিবারের কর্তার চাকরী চলে যাওয়া এবং কাজের সন্ধানের তাঁর অন্য জায়গায় গমন, ফেলে আসা পরিবারে তাঁর মা, স্ত্রী, এবং কন্যার বেঁচে থাকার সংগ্রাম। একটি দুঃসংবাদ, একি শহরে কাজের সন্ধানে আসা এক তরুণ মেকানিকের আগমন, তার সাথে সেই পরিবারটির সম্পর্ক এবং মেকানিকের কাজের সন্ধান চলতে থাকা এই নিয়েই মুভির কাহিনী এগিয়েছে। আমার কাছে ভালো লেগেছে। IMDB-র রেটিং ৬.৮।
http://www.imdb.com/title/tt0499166/
আমার দেখা ভালোলাগা কিছু মুভির তালিকা
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।