হাসান সাঈদ
বার্তা২৪ ডটনেট
ঢাকা, ১০ আগস্ট: গণপিটুনির ঘটনায় সারাদেশে তোলপাড়। নোয়াখালীতে মিলনের মৃত্যুর বিষয়টি সারাদেশের মানুষকে নাড়া দিয়েছে কঠিনভাবে। বিষয়টি নিয়ে স্কুল-কলেজ, হাটবাজার সবখানেই চলছে আলোচনা।
কিভাবে গ্রামের এক দুরন্ত কিশোর ‘উড়ন্ত’ হয়ে ছুটে গেল সারাদেশে? নিজে হারিয়ে গিয়ে কিভাবে কোটি কোটি মানুষের বিবেকের দরজা নাড়িয়ে গেল মিলন?
৬ আগস্ট, শনিবার। সময় টিভিতে দেখানো হলো একবিংশ শতাব্দীর জঘন্যতম, অকল্পনীয়, অবিশ্বাস্য নৃশংসতা।
‘মানুষ’ মারছে মানুষকে, দানবের রূপ নিয়ে। ‘জনগণের’ ওপর ‘দায়িত্ব’ চাপিয়ে নির্বাক ‘বন্ধু’ পুলিশ। একটার পর কিল, লাথি, ঘুষি। ফলাফল- লাশ। নিমিষেই মিলনের মাধ্যমে তৈরি হলো এক বুক বিরহ, যন্ত্রণা, ক্রোধ, ক্ষোভ, লজ্জা।
ছড়িয়ে পড়ল সবখানে। নড়েচড়ে ওঠে মানুষ, জেগে ওঠে ঘুমন্ত বিবেক। সোচ্চার হয় সারাদেশ। ‘ইস! মানুষ মানুষকে এভাবে পিটিয়ে মেরে ফেলতে পারে! কী বর্বর! কী নৃশংস! কী জঘন্য!’- বলতে থাকে সবাই। ‘আহা’- বলে নড়েচড়ে ওঠে প্রশাসনও।
পুরো সংবাদ পড়ুন ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।