বড় বড় চোরেরা চুরি করে- পার পেয়ে যায়-
আর ছোট ছোট চোরেরা ধরা খেয়ে গণপিটুনিতে ভর্তা হয়ে যায়...!
জনগনের এই রায়টাকে মেনে নিতে পারি না...!
তার মানে এই নয় যে- চুরি করাকে সমর্থন দিচ্ছি।
কিন্তু ছিঁচকে চোর ধরে দিগ্বিদিক শুন্য হয়ে তাদের ভর্তা করার কোন মানে হয় না!
কিছুদিন আগে এক ছিঁচকে চোরকে মেরে প্রায়-ই মেরে ফেলেছিল এলাকার লোকেরা ---! রাস্তায় গিয়ে দেখার মত মানসিকতা ছিলোনা ! বারান্দায় দাঁড়িয়ে শুনতেই ভয়ে, কষ্টে নিজেকে গুটিয়ে নিয়েছিলাম! তাড়াতাড়ি থানায় ফোন করলাম - বেশ কিছুক্ষণ পর পুলিশ আসলো ততক্ষণে চোর এর জীবন যায় যায়! আরও অনেকেই নিষেধ করছিলো কিন্তু উত্তেজিত জনতা আর পাড়ার উঠতি বয়সের তরুণেরা কারো কথাই শোনে না! এইভাবে বেশ কয়েকবার কয়েকজন ছিঁচকে চোর ধোলাই খাইছে! মাঝে মাঝে এইসব গণপিটুনি গুলি খুব-ই ভাবায়! জানি এইসব ছিঁচকে চোর, ছিনতাইকারী এদের শাস্তির প্রয়োজন আছে কিন্তু তাই বলে কোন মানুষকে এইভাবে অমানুষের মত পিটাইতে পিটাইতে মেরে ফেলা বা আধমরা করাটা কতটা যুক্তিযুক্ত ? অথচ বড় বড় চোরেরা পার পেয়ে যাচ্ছে! জনগণ ও মাঝে মাঝে যা করে তা দেখলে কষ্ট লাগে!
পারলে বড় বড় চোর মহাশয়দের ধরে ধোলাই দিন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।