জীবন আমার বেখাপ্পা একতারায় বাজা মূর্চ্ছনা সবার কাছে চেনা তবু নিজের কাছেই অচেনা আমি যেন কিছুতে রয়েছি আবদ্ধ সেই কিছু হয়ে যায় কখনো অন্য কিছু কখনো বা ধেয়ে চলে আমার পিছু পিছু। বোধগম্যহীন! জ্বর-চাদর ঘিরেছে আমায় ভেতরে তীব্র উত্তাল উদ্দিপনা, সমস্ত ভাব-সম্ভার শরীর উপ্রে ফেলে যেতে চাই তোমার কাছে এক গল্প-কাহিনি হয়ে। বলি….থাক না,থাক..আজ থাক। আঁকরে ধরে সে-‘কিছু’ যে চলে আমার পিছু পিছু। চার দেয়ালের গণ্ডীতে আমি যেন বন্দী ঘিরেছে আমাই সাদা আলো, যান্ত্রিক বাতাস আর বুধধিমান বাক্স, এসব কিছুই, এক কিছুরই নয়া ফন্দি। আমার সারাদিন আবিরত ডাকও আজ অসাড় কবিতা,গান খুঁজেছে অন্য পথ,দিয়েছে মোরে কঠিন প্রহার। আমার উন্মাদ্দনা পেয়েছে আজ বাহ্যিক প্রকাশ শরীরও খোঁজে ব্যাস্ততার মাঝে ক্ষীণ অবকাশ। তবুও কিছু যেন চলে আমার পিছু পিছু।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।