পাগল কবি
ঠিক যখনই সময় হারায় অস্তরাগে
ঠিক যখনই কূজন থামে নীড়ের টানে,
ঠিক তখনই ঝাপসা দূরের কষ্টদাগে
একটু যেন কষ্ট হারায় অন্যখানে।
ঠিক যখনই থমকে দাঁড়ায় দুপুরগুলো
ঠিক যখনই এক ফালি রোদ ছায়ায় নাচে,
ঠিক তখনই ছন্দতালের নূপুরগুলো
মৌনগাঁথায় সুপ্ত মনের স্বপ্ন যাঁচে।
ঠিক যেদিকে বিকেলগুলো বিকেল থাকে
ঠিক যেদিকে মেঘ ভেসে যায় ক্লান্ত ধীরে,
ঠিক সেদিকেই ফেলে আসা পথের বাঁকে
দৃষ্টি রাখি গভীর টানে পিছু ফিরে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।