আমাদের কথা খুঁজে নিন

   

মমতা ব্যানার্জীর ব্রেন ম্যাপিং

পঁচা মানুষ পশ্চিমবঙ্গের রাজনীতিতে পরিবর্তনের কান্ডারি মমতা ব্যানার্জির সাফল্যের কারণ বিজ্ঞান সম্মতভাবে খুঁজতে এবার তার মস্তিকের পরীক্ষা করে ‘ব্রেন ম্যাপিং’ করা হবে। ঝাড়খন্ড রাজ্যের রাঁচিতে অবস্থিত ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট (আইআইএম) এই কাজ করার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হচ্ছে। শুধু মমতা ব্যানার্জি নন, এই তালিকায় রয়েছেন ভারতের সফল ক্রিকেট অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ও আইটি জগতের অন্যতম ইনফোসিসের প্রতিষ্ঠাতা নারায়ণমূর্তি। আইআইএম সুত্রে জানা গেছে, ‘সেন্ট্রাল ইনস্টিউট অব সাইকিয়াট্রিস্টকে নিয়ে সমগ্র বিষয়টির পরিকল্পনা করা হয়েছে। আইআইএম’র অধিকর্তা এমজে জেভিয়ার বলেছেন, সব ঠিক থাকলে এই তিনজনের সঙ্গে যোগাযোগ করা হবে। কেন এই পরিকল্পনা? তার উত্তরে তিনি জানিয়েছেন, বিভিন্ন পরিস্থিতির সাপেক্ষে কে কী সিদ্ধান্ত দেয় সেটাই একজন সফল এবং সাধারণ মানুষের মধ্যে পার্থক্য গড়ে দেয়। কী কারণে দু’দলের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দু’রকমের হয় ব্রেন ম্যাপিংয়ের মাধ্যমে আমরা সেটাই দেখার চেষ্ঠা করব।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।