পরিশুদ্ধি করণ !!নিজেকে শুদ্ধ করণ !! এইডা ফ্রি বিনোদন !! আমার চোখে তাকিয়ে বলতে পারবে না কি হচ্ছে বলতে পারবে না কি ঘুরছে আমার মাথায় ভেতর ঢুকতে চেয়ো না ঘুরতে চেয়ো না এই গোলকধাঁধাঁয় - হারাতে চেয়ো না নিজেকে - হারালে খুজেঁ পাবে না - খুজঁতে খুজঁতে নিজ অস্তিত্বের সত্বাকে বিলীন করো না - আর কত বিক্রিত ! শর্ত সাপেক্ষ ভালোবাসায় ? সব নির্লজ্জ এর মতো দূরে কাছে- কাছে দূরে হারায় তারায় ভাবায় ডুবায় - আবার ফিরাতে চেয়ে ফিরতে চাওয়া যেন মিথ্যা আর সত্য !! ঈর্ষান্বিত চোখে চেয়ে নির্বাক হয়ে চেয়ে নেওয়া সব ক্ষমা -! অদ্ভুত ! এ কি ? অনুভূতিহীন বিলীন আশংকা ! ঘুম চোখ - চোখ ঘুম - প্রশ্ন বিদ্ধ নই ট্যাফিক উপডেট - উপডেটে শহরে শহরে বয়ে চলা হাওয়া ও হাওয়ার পিছু ছুটতে ছুটতে ক্লান্ত ! নিওয়ন আলোয় গোলকধাঁধাঁয়... সন্ধ্যায়ে বিকেল চুরি হয়ে যায় - অন্ধত্বার দাসত্বের দায়ে - !! নাই মানে নাই ! তবে কি চাদেঁ বিকিরন ... উজ্জ্বল লাগবে না অথবা একলা কাক ভেজা জ্যোৎস্না ... জড়ানো যাবে না বেলকনিতে দাঁড়িয়ে ... পূর্ণিমার দেখা যাবে না স্বপ্নভুগের মতো - স্বপ্নময়তায় বিভর হওয়া যাবে না একা একা রাত শেষ হবে ... ... তোমার- দু'চোখের কাজল, ধুয়ে যাবে শহর অথবা অচেনা কালো মেঘে সদ্য জম্মানো ভোড় !! কিছুটা সম্যবাদী হই কিছুটা আশাবাদী !! জড়াই - আবার ফিরে পেতে - আকাঙ্ক্ষার - !! বাস্তুসংস্থান যেন পূর্ণদৈর্ঘে মতো নয় - অতঃপর তাহারা বলে শব্দের প্রেম ও প্রেমের দাবি পূরন হয় না - !! ----------------------------------------------------- আবারও অনাড়ম্বর অথবা হিংস্র হাবানাল - হলি হলি উৎসবের নাচন প্রলয় - নিদ্রা ভ্রমে - নিঃশব্দের অক্ষেপে পুড়ে নিঃশেষ হয় যত শত ভয় ! অস্পর্শ - পাওয়া না পাওয়া হাজার বছর অপেক্ষায় - আমাকে নেও - আমাকে স্পর্শে গড়ে তুলো - উত্তপ্ত ভস্মিভূত নয় !! ( শহুরে ম্যাকপাইয়ের মতো কিচিরমিচির - কেউ বিরক্ত হইলে নিজ দায়ে হবেন :p ) ( হতাম যদি সোনালী ডানার চিল আকাশের বিন্দু থেকে মেঘ এনে দিতাম তোমার ডানায় ) ভালো লাগা কথা - কোন একটা নাটকের কথা !!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।