আমাদের কথা খুঁজে নিন

   

২৮শে অক্টোবর ,, 2006 // রাজনীতির মাইরপ্যাঁচ ..

ফিরে দেখা । । জালাও পোড়াও মারামারি কাটাকাটি চলছেই । । 2006 সালের অক্টোবর ,, ততকালিন সরকারি দল বি 'এন' পি তত্তাবনায়ক ব্যাবস্থা'র অনেক নাটকের পর ইয়াজউদ্দিন কে যথন ক্ষমতা হস্তাতর করলেন , তখন ঢাকায় জামাত শিবির এর সমাবেশে ছাত্রলীগ হামলা করে অনেক ছাত্রশিবির পিটিয়ে মেরে ফেলেছে ,,তার আগে ততকালিন বিরোধীদলীয় নেত্রী শেখ হাসিনা ঘোষনা দিলেন যে , লগি বৈঠা নিয়ে ঢাকা ঘেরাও করো এবং জামাতশিবির প্রতিহত করো।

বর্তমান 2013 ,, খালেদা জিয়া ঘোষনা দিলেন ,দাবি আদায়ে প্রয়োজনে আরো লাশ পড়বে । । এর পর কি আওয়ামীছাত্রলীগ এর লাশ পড়বে ??? জাতির কাছে জিঙাসা ! যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়ার কি হবে ? ? আমরা কি নাটকের রিফলেকশন দেখছি ?? ছাত্রদল কে বি এন পি কোন গুরুত্ব দেয় না , কিন্তু জামাত শিবির কে এতো কেন ? ভয়ঙ্কর একটা পরিস্থিতির অপেক্ষায় আছি ,২৮শে অক্টোরব বি এন পি ভুলে নাই । । ।

জরুরী অবস্থার পূর্ববস্থা ... জালাও পোড়াও কাটাকাটি এবং লাশ পড়ছেই । । । এর পরে অটোমেটিক ক্ষমতা ফখরুদ্দিন সাহেব এর হাতে চলে গেল । ।

। জনগন সুখে ছিল । রাজনীতির একটা পরিবর্তন আশা করেছিলাম । কিন্তু এখন বর্তমানে কি করবো । এবার ও কি শুধু দেখেই যাব ? জানি জনগনের কোন কিছু করার ক্ষমতা থাকে না ।

একবার বি এন পি লুটেপুটে খায় , আর একবার আওয়ামীলীগ । । আমি তবুও এই দুটো দলের ভিতর একটি দলে ভোট দিব । । কারন ,আমি জনগন রাজনৈতিক প্যাচ বুঝিনা ।

একমাসের ভিতর ইতিহাস ভুলে যাই । । এর পর আমি শাহবাগ ও ভুলে যাব । যুদ্ধাপরাধী বিচার ও ভুলে যাব । ।

দ্রষ্টব্য : সরকারের মন্ত্রী প্রতিমন্ত্রী রা এখন যুদ্ধাপরাধী ইস্যু ব্যাবহার করে রাজনীতি খেলতেছে , বোধ করছি বিচার প্রক্রিয়া একটু ধীর গতি তে রুপান্তরিত হবে । । । ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.