এখন তোমার ক'টা বাজে? কি করছিলে এতক্ষন? তার ওমেতে নাক ডুবিয়ে আমায় করছ বিসর্জন? জানালা খুলে মুখ বাড়ালে তোমার জানালা বন্ধ আর কপাট দেয়া ঘরের ভেতর তোমার প্রেমের শীৎকার। বুকের ভেতর ক্রমাগত প্রজ্জ্বলিত এলকোহল তার আলোতে রোমান্টিক আজ তোমাদের এই নিদমহল। নিজের মনেই কথা বলি শোনার মত কেউ আর নেই তোমারতো আজ প্রচুর কথা, রাত জাগছো একসাথেই? আজ হতে হল বন্ধ আমার যখন তখন মোবাইল কল আজ হতে হল শুরু তোমার দাম্পত্যের কোলাহল।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।