আপনার উপর শান্তি বর্ষিত হোক।
আমার মনে একখান প্রশ্ন জেগেছেঃ ইসলাম জামাত অনুসারে চলে, নাকি জামাত ইসলাম অনুসারে চলে?? কোনটাই তো না। তাইলে জামাতের সাথে ইসলামের সম্পর্ক কি!!!!! যদি কোন সম্পর্ক না-ই থাকে তাইলে হুদাই জামাতের দোহাই দিয়া আমরা ইসলামকে ছোট করি কেন?? অথবা অন্য ধর্ম বা নাস্তিকতা নিয়েই বা ক্যাঁচাল করব কেন? যার যার ব্যক্তিগত বিশ্বাস-অবিশ্বাসের স্বাধীনতায় হস্তক্ষেপ করি কেন!!!! আমরা কি সহনশীলতা হারাইতে বসেছি নাকি যার যার ক্ষেত্রে উগ্রবাদী হয়ে যাইতেছি!!! এইরকম উগ্রবাদীতা এবং একপেশে নীতি আমাদের সুশীলদের মাঝেও দেখা যায়। এই একপেশে নীতি চিন্তা-ভাবনার সংকীর্ণতারই বহিঃপ্রকাশ অথবা বিশেষ কোন পদলেহ্যন বলে গণ্য করা যায়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।