থেমে যাবো বলে তো পথ চলা শুরু করিনি।
জামাতীদের মাথা খারাপ হইসে লাগতাছে। নাইলে এমুন কথা কইবো কেন? দেখেন না ভারপ্রাপ্ত আমীর কি বলসে।
বাংলাদশে জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমরি মকবুল আহমদে বলছেনে, পাছে লোকে কিছু বলে এ রকম ভয়ে ভীত হওয়া যাবে না।
তিনি বলনে, ভাল কাজ করলে লোকে রাজাকার বল।
এত ভয়রে কিছু নাই। লোকে যা বলে বলুক। ভীতরা মরার আগে বার বার মর।
আমরা এক বারই মরব। তিনি ভয়কে পরিহার করে ভাল কাজ করার আহ্বান জানান।
জেলকে সাংঘাতকি কিছু না উল্লখে করে তিনি বলনে, আমাদরে চেয়ে অনকে বড় বড় মানুষ জলে খটেছেনে, এটা তেমন কিছু না।
তিনি শুক্রবার বিকালে রাজধানীর মগবাজারে আলফালাহ মলিনায়তনে রমনা থানা জামায়াত আয়োজতি রমজানরে তাৎর্পয র্শীষক আলোচনা সভায় প্রধান অতথিরি বক্তব্যে এ কথা বলনে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।