আমাদের কথা খুঁজে নিন

   

সীমানার কাছাকাছি

তোমাকে দিয়েছি চিরজীবনের বর্ষা ঋতু; এখন আমার বর্ষাতে আর নেই অধিকার । তবুও জলদমন্দ্রে কাঁপে যেহেতু, চোখ ঢেকে তাই মনে করি শুধু ক্ষনিক বিকার। আকাঙ্খা ছিলো তোমাকে সাজাবে বৃষ্টিকণা... আমার জানা ছিলোনা আমারও একটা সীমানা টানা ছিলো। জানা ছিলোনা,মেপে মেপে ফেলতে হয় প্রতিটি পদক্ষেপ। তাই অন্তহীন পথ চলার বাসনায় অন্ধ হয়ে গিয়েছিলো আমার অস্থির অবচেতন মন।

সেই অস্থিরতার আস্বাদ চেটেপুটে খেয়েছিলো সীমিত দিনযাপন। বেখেয়ালি উন্মত্ততায় মেতে উঠেছিলো তন্দ্রাহীন রাত। গ্রন্থিল ভাবনা আজ পোড়া অন্ধকারে লুকিয়ে লুকিয়ে কাঁদে। তার কলঙ্কিত শরীরে শুধুই সীমানা লঙ্ঘনের প্রচেষ্টায় পাওয়া, কাঁটাতারের আঁকিবুঁকি কাটা ক্ষত। আমি সীমানার কাছাকাছি।

ঘুরে ফিরে বৃত্তাকার পথে --- শুধু সীমানার কাছাকাছি।  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.