এ লেখাটি একটি সাধারণ মানুষের (বগা ছগির) আত্মক্রন্দন।অনেক আশা করে অপেক্ষায় থাকে সে। এই বুঝি তার প্রাণপ্রিয় ছোট শিশুটিও একদিন সবার স্বপ্ন পুরন করবে। দেখিনা সেই অজানা সাধারণ মানুষের আত্মক্রন্দনটি একটু পড়ে। কি ছিল তাহার আত্মক্রন্দন... .. .??? মাসুম শিশু রুদ্র প্রিপেইড মাসুম শিশু রুদ্র, রাগ করে না একটুও, খেলতে শুধু চাই, তাইরে নাইরে নাই... .. . মাসুম শিশু রুদ্র, দুষ্টামি করে একটু, দুষ্টামিতে টালমাটাল, তোমার আমার জীবনকাল... .. . আমাদের বাচ্চা রুদ্র, একটু পেকটু শুদ্ধ, কথা বলতে চাই, অজানা কোন ভরসায়... .. . মাসুম বাবু রুদ্র, এই জীবনের সূত্র, দাপিয়ে যে সে বেড়ায়, এ কোন অবলীলায়... .. . ছোট্র সোনা রুদ্র, গাঁও গেরামের ক্ষুদ্র, ছোট্র একটি ছেলে, প্রাণটা ভরে খেলে... .. . মাসুম বাবাই রুদ্র, আমার প্রাণের সূক্ষ্ম, ভালবাসার শিহরন, জীবনমরণ... .. . মাসুম বুড়ো রুদ্র, ভদ্রতাতে একটুও, চলন বলন নাই, কি আর করা ভাই... .. . মাসুম বাবা রুদ্র, একদিন হবে সত্য, দেশটা হবে স্বর্গ, দেখবে সবাই স্বপ্ন... .. . বগা ছগির এর সাথে আমরাও বলি মাসুম বাবাই রুদ্র, আমাদের প্রাণের সূক্ষ্ম, ভালবাসার শিহরন, আমাদের জীবন মরন... .. . মাসুম বাবাই রুদ্র, শুনতে কি পাও তুমি দুষ্ট, মানবতার নীরব ক্রন্দন, দিনমান সারাক্ষন... .. . মাসুম খোকা রুদ্র, আসবে কি তুমি সত্য, আমাদের অপেক্ষার শিহরন উঠবে যে প্রভাত সূর্যকিরণ... .. .
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।