আমাদের কথা খুঁজে নিন

   

মাসুম সাহেবের ছাতায় প্রান আছে

পৃথিবীর একমাত্র কার্টুনিস্ট, যে কিনা সামহোয়ার ইন ব্লগে ব্লগিং করে...

বর্ষার শুরুতে মাসুম সাহেব প্রচন্ড রকম ধরা খেলেন। বৃষ্টিতে ভিজে একেবারে কাউয়াভেজা। সেদিনই তিনি একটা কালো রং-এর ছাতা কিনলেন। পরদিন আবারো বৃষ্টি এলে তিনি ছাতাটা ব্যবহার করলেন। রাতে বাসায় ফিরে ছাতাটা দরজায় ঝুলিয়ে ঘুমিয়ে পড়লেন।

হঠাত তার ঘুম ভেঙ্গে গেল। তিনি শুনতে পেলেন কে যেন হেচ্চো দিচ্ছে। ব্যাপারটা কি দেখতে তিনি বিছানা ছেড়ে উঠলেন। গিয়ে দেখেন তার ভিজে একশা হয়ে যাওয়া ছাতাটা হেেচ্চা দিচ্ছে। বেচারার সর্দি লেগে গেছে।

তিনি তখন ছাতাটাকে মুছে ইস্ত্রি দিয়ে গরম করে সুস্থ করে তুললেন। আর তার ছাতাটার যে প্রান আছে এ কথাটা কাউকে বললেন না। বললে যদি সবাই পাগল বলে। পরদিন আবার তিনি বৃষ্টিতে বেরুলেন। কিন্তু ছাতাটাকে নিয়ে পরলেন মুস্কিলে, ভিজলেই তো বেচারার ঠান্ডা লেগে যাবে।

এখন কি করা? ভেবেচিন্তে তিনি আরেকটা ছাতা কিনলেন, তার নিজের এবং ছাতাটাকে বাচাবার জন্য। যাক, এবার নিশ্চিন্ত। কিন্তু সেদিন রাতে আরেক সমস্যা। তিনি আবিম্কার করলেন তার নতুন ছাতাটারও প্রান আছে এবং সেটারও ঠান্ডা লেগে গেছে। মহা মুসিবত ! পরদিন তিনি আরেকটা ছাতা কিনলেন ঐ ছাতাদুটোকে বাচাবার জন্য।

কিন্তু পরে জানলেন সেটারও প্রান আছে। আর সে বেচারার তো পুরো নিউমোনিয়া হয়ে গেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত এবারের বর্ষা মৌসুমে মাসুম সাহেব সর্বমোট ২৬টা ছাতা কিনেছেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.