পক্ষ ১: আচ্ছা সব মিলিয়ে কতোগুলো ভোট পড়েছে? পক্ষ ২: এই ধরেন ২ লাখ এর মতো পক্ষ ১: আচ্ছা যদি আমাদের দলের প্রত্যেক কর্মী ৫ টা করে ভোট দেয় তাহলে তো নিশ্চয়ই ১০ লাখ ভোট বাড়বে। পক্ষ ২: তাইলে ১০ লাখ ভোট বাড়ায় নিলাম পক্ষ ১: যদি ২০ টা করে ভোট দেয় তাহলে তো ৪০ লাখ বাড়ার কথা পক্ষ ২: আচ্ছা ঠিক আছে বাড়ায় দিলাম ৫০ লাখ পক্ষ ১: তুমি কি মনে করেছো এই ভোট আমার জন্য? মাসুম বাচ্চা, বায়না ধরেছে ভোট নিয়ে ডানা মেলে আমেরিকা উড়ে যাবে। তোমার ভাতিজা! পক্ষ ২: (আবেগে কাইন্দালাইছি টাইপ হয়ে) আচ্ছা ঠিক আছে, দিলাম আরও ২০ লাখ বারায় পক্ষ ১: আচ্ছা যদি ভোঁটার হবার বয়স কমিয়ে ১২ বছর করে দেই তাহলে তো...... পক্ষ ২: আপা বাদ দেন। নির্বাচন না কইরা সংবিধানে রাজতন্ত্র কায়েম করেন ... তাইলে ভোটেরও দরকার নাই।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।