তুমি ফিরছো দুঃসাহস বেদনার শিশিরে কষ্টের সকাল ছুঁয়ে দ্যাখ বিষের পেয়ালা কেবলি স্বপ্নময় মানবিক চিবুক উদাসীন আখিঁর জ্যোৎস্নাহীন রাত ভাঙ্গনের মুখে বালিয়াড়ী নদী কেবলি স্মৃতি রাতের বিশ্বাস আশেপাশে ভাঙ্গন মৃত্যুর ছায়া উদাসীন স্তনে কামনার দুঃসাহস কেবলি উত্তাপ পরাজিত মায়া ফ্রিজে সংরক্ষিত যৌবনের শিরা শূন্যতার রাত্রি স্বশব্দ ভাঙ্গন সংসার নগরে অবিশ্বাসের পলি কেবলি চারিদিকে বিষবৃক্ষের অক্টোপাস স্বপ্নময় ধ্বংসস্তূপে বেদনার বাসর নগ্ন স্নায়ু বন্দরে ফিরে ক্ষুব্ধ কামনার সর্বনাশা অপচয় কেবলি চিরকাল ঘাতক সময় প্রতিবন্ধী রৌদ্রের বেজন্মা উপহাস ফিরছে দুঃসাহস ভেজা নিরবতা কেবলি কষ্টের বিষবৃক্ষ লতা নিঃশ্বাসের ঘ্রানে সময়ের স্মৃতি নিরবতা ছুঁয়ে ক্ষতচিহ্নের ছোবল কেবলি পিপাসা বিষের পেয়ালা শব্দহীন চুমুকে ভাঙ্গনের নাম উদাসীন আঁখি বেদনার স্রোতে প্লাবিত যৌবন জীবনের খাম ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।