জনৈক দ্রোহীর ব্লগ
শুনলাম এই অক্টোপাসটি (যার নাম পল) নাকি জার্মানির বিশ্বকাপ ভাগ্য বাৎলে দিয়েছে। জার্মানি সেমিফাইনালে যাবার পর নাকি সে স্বদেশের সাথে মীরজাফরি করে জার্মানির বিরুদ্ধে ভবিষ্যদ্বাণী করেছে আর স্পেনকে ফাইনালে তুলে দিয়েছে। গবেষণা করে আরও জানতে পারলাম, এই অক্টোপাসটি নাকি ইউরো ২০০৮-এও জার্মানি সম্পর্কে ভবিষ্যদ্বাণী করেছিল (যদিও তার দুটি ভবিষ্যদ্বাণী ভুল প্রমাণিত হয়, উইকিপিডিয়ায় পাবেন)। সে এবার ফাইনাল সম্পর্কে ভবিষ্যদ্বাণী করেছে যে স্পেন জিতবে।
আবার শুনলাম সিংগাপুরের অধিবাসী মণি নামের একটি টিয়া পাখি নাকি উল্টো নেদারল্যান্ডের পক্ষে ভবিষ্যদ্বাণী করেছে।
এই বিভিন্ন ধরণের ভবিষ্যৎ বক্তাকে দেখে আমিও ভাবছি এক ভবিষ্যৎ বক্তার সাহায্য নেব আগামী ২০১১ ক্রিকেট বিশ্বকাপে (আর সেই সুযোগে নিজেকেই ফেমাস করে ফেলব )। ..............
ভাবছি, টিয়া পাখি বা অক্টোপাস যদি ভবিষ্যদ্বাণী করতে পারে, তবে প্লাটিপাস কেন পারবে না? আমি ২০১১ সালের জানুয়ারির মধ্যে একটি ভবিষ্যৎ বক্তা প্লাটিপাসকে পৃথিবীর সামনে তুলে ধরতে চাই। কিন্তু আমি দরিদ্র মানুষ, প্লাটিপাস আমদানি করার সামর্থ আমার নেই। সামুর ব্লগাররা, আপনারা কি কেউ এই অধম বিদ্রোহী ৪৬২ কে সাহায্য করতে পারেন? করলে কৃতার্থ হতাম।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।