বাংলাদেশের আইন আদালত মুলত কিসের উপর ভর করে চলে, তা মনে হয় সয়ং আইন প্রনেতারাও জানেন না। তবে এ কথা সত্য যে, আইন তার নিজের গতিতে না চললেও, নেতার গতিতে চলে তা বলার অপেক্ষা রাখে না।
আমাদের দেশে মানুষেরা মূলত কি চায়, তা হয়তো তারা নিজেরাও জানেনা। জোয়ার যে দিকে বয়, তাদের ভাব ধারা ও সে দিকে কাজ করে। এমতাবস্থায়, দেশের ভাবধারা নিয়ে ভাবার মত মন এবং মানষিকতা তাদের মধ্যে বরাবরের মতোই লোপ পেয়ে আসছে। এই লোপ পাওয়া অংশটাকে যখন কমিয়ে এনে ভালোর দিকে নিয়ে যাওয়া হচ্ছিল, ঠিক তখনি লাগাম টেনে ধরলো কিছু অক্টোপাস। এই অক্টোপাস গুলো যতটা শক্তিশালী, তার চেয়ে যদি একটু বেশি শক্তিশালী হতো ধরা খাওয়া অক্টোপাসটি, তাহলে হয়তো বা এমনটি হতো না। তাকে সবাই ভক্তি করতো। তার সম্মানের সাথে দেশের সম্মানের কথাও চিন্তা করত। এখন কি আর সে সময় আছে?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।