আমাদের কথা খুঁজে নিন

   

খুনী কিংবা ফাঁসির আসামীর ভয় নাই

হট নিউজ খুনী কিংবা ফাঁসির আসামীর পাওয়া যায় মাফ, নাই ভয়, নাই চাপ। নেতা-নেত্রী আমলা মন্ত্রী ক্যাডারদের বাপ। মানুষ কেটে যতই মারো সরকারী দলের ছেলে দিন-নিশি হেসে খেলে ভয়ের কোন কারণ নেই ক্ষমাই তুমি পেলে। ডিজিটাল সোনার বাংলা নেতার হাতের মুয়া নয়তো কিছু ভুয়া, বিরোধীদলের যায় কি আসে যতই তুলুক ধুয়া। সোনার ছেলে খুন করে ঘুরায় স্বাধীন বেশে পোক্ত হবেই দেশে ক্ষমার করার আজব নীতি খুন-খারাবি শেষে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।