আমাদের কথা খুঁজে নিন

   

খুনী

নিঃস্বার্থ মন্তব্যকে ধন্যবাদ, সাময়িক ভাবে আমি মন্তব্যে নেই

নিয়ে যাবি ফেরত একদিন গন্তব্যবিহীন পরবাসে সজোরে নিঃশ্বাস চেপে ছেলে ধরার মত পিছে রেখে ইচ্ছে মাটি, মায়ার জলাশয়ে স্নানরতা বধু; খুনসুটির সহোদর এবং আত্মীয় তুই তো নিশ্চিত খুনী! ডাকলে ডাকিস কাউকে বিদায়ী কাপড়ে, নিয়তি লেলিয়ে উদ্যানের ফুল ছিড়ে নিস যে কোন প্রত্যুষে নিশাচর পাখি, বৃষ্টির দুপুরে চুরি করে নিতে চাস যা কিছু আমার - মেলার সাদা চশমা, দুরন্ত দুর্বাঘাস, লাইন ঝুঁকে লেখা রুলটানা খাতা এ ভারি অন্যায় তোর, স্বল্প ধারা পাট জাঁকে ভেসে যায় শোকাচ্ছন্ন বিলাপ পারে না টলাতে তোকে, অকম্পিত, নড়ে না সিদ্ধান্ত প্রতিরোধবিহীন অবনত শিরে ভয়ে ভয়ে শ্লোক আওড়াচ্ছে মুর্খ ও বিদ্বান - মরণ রে তুহু মম শ্যাম সমান, বাতাসের ঘুড়ি নেমে যাচ্ছে সোমবারে রক্তাক্ত মেঘে মেঘে; বিজলীর হুঙ্কারে ইনসাফের অভাব অথচ সাত খুন মাফ করে ভালবেসে যাই জীবনের গান, সমুদ্রের ফেনায় ফুটছে পানির বুদ্বুদ দোদুল্যমান পাটাতনে সযত্নে গড়ে যাই সংসার নামের কিম্ভুত তাসের টাওয়ার --- ড্রাফট ১.০

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।