চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। ১০ শিক্ষা বোর্ডে এবার গড় পাসের হার ৭৫ দশমিক ০৮ শতাংশ। যা অতীতের সকল রেকর্ড ছাড়িয়ে গেছে। গত বছর গড় পাসের হার ছিল ৭৪ দশমিক ২৮। গত বছরের তুলনায় এবার পাসের হার বৃদ্ধি পেয়েছে শূন্য দশমিক ৮০ শতাংশ।
৮টি সাধারণ শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৭২ দশমিক ৩৬ শতাংশ। মাদ্রাসা শিক্ষা বোর্ডের পাসের হার সর্বোচ্চ ৮৯ দশমিক ৫৭, কারিগরি বোর্ডে পাসের হার ৮৪ দশমিক ০৫ ও ডিআইবিএস-এ (ডিপ্লোমা ইন বিজনেস স্টাডিজ) পাসের হার ৮৩ দশমিক ৯৫ শতাংশ। এবার মোট উত্তীর্ণ শিক্ষার্থীর সংখ্যা ৫ লাখ ৭৪ হাজার ২৬১ জন।
এবার জিপিও-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যাও সবচেয়ে বেশি। মোট জিপিও পেয়েছে ৩৯ হাজার ৭৬৯ জন।
এর মধ্যে ৮ সাধারণ শিক্ষা বোর্ডে ৩৪ হাজার ৩৮৫ জন, মাদ্রাসা বোর্ডে ৪ হাজার ২৭৬ জন ও কারিগরি বোর্ডে ৭২৮ জন জিপিএ-৫ পেয়েছে। গত বছর এ সংখ্যা ছিল ২৮ হাজার ৬৭১ জন ।
৮ বোর্ডের মধ্যে সর্বোচ্চ পাসের হার রাজশাহী বোর্ডে। এ বোর্ডে পাসের হার ৭৯ দশমিক ০১ শতাংশ। সর্বনিম্ন পাসের হার যশোর বোর্ডে।
এ বোর্ডে পাসের হার ৬৩ দশমিক ৩৭ শতাংশ।
এছাড়া ঢাকা বোর্ডে পাসের হার ৭৬ দশমিক ৮৯ , সিলেট বোর্ডে ৭৫ দশমিক ৬৮, কুমিল্লা বোর্ডে ৬৮ দশমিক ৬৮, যশোর বোর্ডে ৬৩ দশমিক ৩৭ , চট্টগ্রাম বোর্ডে ৭১ দশমিক ০৩, বরিশাল বোর্ডে ৭১ দশমিক ১২ ও দিনাজপুর বোর্ডে ৬৬ দশমিক ১৮ শতাংশ।
জিপিএ-৫ প্রাপ্তির দিক থেকে ৮ বোর্ডের মধ্যে এগিয়ে রয়েছে ঢাকা বোর্ড। এ বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ১৭ হাজার ৭৮৬ জন। এছাড়া সিলেট বোর্ডে ৮৮৫, রাজশাহী বোর্ডে ৫ হাজার ৫৮৮, কুমিল্লা বোর্ডে ১ হাজার ৩৮৯, যশোর বোর্ডে ৩ হাজার ৩৭০, চট্টগ্রাম বোর্ডে ১ হাজার ৭৯৫, বরিশাল বোর্ডে ১ হাজার ৩১০ ও দিনাজপুর বোর্ডে ২ হাজার ২৬০ জন জিপিএ-৫ পেয়েছে ।
শিক্ষা মন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বুধবার দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে এক প্রেস ব্রিফিংয়ে ফলাফল ঘোষণা করেন। এবার http://www.educationboardresults.gov.bd ছাড়াও বোর্ডসমূহের ওয়েবসাইটে এবং মোবাইল ফোনে এসএমএস-এর মাধ্যমে ফলাফল পাওয়া যাচ্ছে।
এর আগে সকাল ১০টায় শিক্ষামন্ত্রী শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের নেতৃত্বে শিক্ষা বোর্ডের প্রধানরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলাফল হস্তান্তর করেন।
এবার পরীক্ষা শেষ হওয়ার ৫৭ দিনের মাথায় ফলাফল প্রকাশ করা হলো। গত ৫ এপ্রিল শুরু হয়ে এইচএসসি পরীক্ষা শেষ হয় ৩১ মে।
এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষায় ১০টি শিক্ষা বোর্ডে রেকর্ডসংখ্যক ৭ লাখ ৬৪ হাজার ৮২৮ পরীক্ষার্থী অংশ নিয়েছে। এ সংখ্যা গত বছরের তুলনায় ৪৬ হাজার ৭৪৪ জন বেশি।
৮টি সাধারণ শিক্ষা বোর্ডে পরীক্ষার্থী ছিল ৬ লাখ ২২ হাজার ২৭৭ জন। এছাড়া মাদ্রাসা বোর্ডে ৭৬ হাজার ১৫ এবং কারিগরি বোর্ডে ৬৮ হাজার ৬৫৪ জন পরীক্ষায় অংশ নিয়েছে। ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে ডিআইবিএস-এ (ডিপ্লোমা ইন বিজনেস স্টাডিজ) ৩ হাজার ৮৮২ জন পরীক্ষা দিয়েছে।
(শীর্ষ নিউজ ডটকম/ আরএমএম/ এআই/ ১২.৩৫ঘ) ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।