আমাদের কথা খুঁজে নিন

   

পাসের হারে এগিয়ে সিলেট

এই বোর্ডে এবার পাসের হার ৭৯ দশমিক ১৩ ভাগ। গত বছর পাসের হার ছিল ৮৫ দশমিক ৩৭ ভাগ।
এবার জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা ১ ৫৩৫ জন। গত বছর এ সংখ্যা ছিল ২ হাজার ৬৫।
এ বছর সিলেট শিক্ষা বোর্ড থেকে মানবিক, বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা শাখায় ৪২ হাজার ৯৮০ জন শিক্ষার্থী  পরীক্ষায় অংশ নেয়।

পাস করেছে ৩৪ হাজার ৯ জন।
বোর্ডে সেরা হয়েছে সিলেট ক্যাডেট কলেজ। এছাড়া জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ দ্বিতীয় ও সিলেট এমসি কলেজ তৃতীয় স্থানে রয়েছে।
শনিবার দুপুর দেড়টায়  বোর্ডের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে ২০১৩ সালের এসএসসি পরীক্ষার আনুষ্ঠানিক ফল প্রকাশ করেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক আব্দুল মান্নান খান।
ফলে সন্তোষ প্রকাশ করে পরীক্ষা নিয়ন্ত্রক আব্দুল মান্নান খান বলেন, পাসের হার ও জিপিএ ৫ কমলেও সার্বিকভাবে দেশ সেরা ফল করেছে সিলেট শিক্ষা বোর্ড।


এবারও ছেলেরা এগিয়ে:
এবারও বোর্ডে মেয়েদের চেয়ে ছেলেরা এগিয়ে রয়েছে। এবার ২০ হাজার ১১৪ জন ছেলে পরীক্ষায় অংশ নেয়। পাশ করেছে ১৬ হাজার ৪৬ জন।   পাশের হার ৭৯ দশমিক ৭৮ ভাগ।
পরীক্ষায় ২২ হাজার ৮৬৬ জন মেয়ে অংশ নিয়ে পাশ করেছে ১৭ হাজার ৯৬৩ জন।

মেয়েদের পাশের হার ৭৮ দশমিক ৫৬ ভাগ।
পাসের হারে ব্যবসায় শিক্ষা শাখা প্রথম। এ শাখায়  হার ৮৭ দশমিক ৮৪ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। দ্বিতীয় বিজ্ঞান বিভাগে ৭৬ দশমিক ২৭ ওমানবিক বিভাগে ৭৬ দশমিক ৯৭ শতাংশ শিক্ষার্থী পাস।
পাস করতে পারেনি এমন কলেজ নেই একটিও।

আর শতভাগ পাশ করেছে এমন প্রতিষ্ঠানের সংখ্যা ৮ ।
পাশের হার ও জিপিএ ৫ প্রাপ্তি ও বোর্ডের সূচকের দিক থেকে সিলেট শিক্ষা বোর্ডের সেরা ২০টি কলেজ হচ্ছে সিলেট ক্যাডেট কলেজ, জালালাবাদ পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, সিলেট এমসি কলেজ, সিলেট সরকারি মহিলা কলেজ, সিলেট কমার্স কলেজ, স্কলার্সহোম, দি-বার্ডস রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ, হবিগঞ্জের বৃন্দাবন সরকারি কলেজ, মৌলভীবাজার সরকারি কলেজ, সিলেটের এমসি একাডেমি স্কুল অ্যান্ড কলেজ, সিলেট সরকারি কলেজ, শচিন চন্দ্র কলেজ, তৈয়বুন্নেসা খানম একাডেমি কলেজ, মদনমোহন কলেজ, মৌলভীবাজারের সুজা মেমোরিয়াল কলেজ, আলিফ সোবহান চৌধুরী কলেজ, বিশ্বনাথ কলেজ, বিবিয়ানা মডেল কলেজ, শ্রীমঙ্গল সরকারি কলেজ ও সিলেট আইডিয়াল কলেজ।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.