আমাদের কথা খুঁজে নিন

   

পাসের হার ও শিক্ষা মন্ত্রণালয়ে নতুন সংকট।

নিজের ভাবনা অন্যকে জানাতে ভালো লাগে। (লেখাটা লিটন চন্দ্র ভৌমিকের ফেইসবুক স্ট্যাটাস থেকে নেওয়া) আগামীতে গভীর সংকটের মুখে পড়বে শিক্ষা মন্ত্রণালয়- ২০১১ সালে এসএসসি পরীক্ষায় পাসের হার ছিল ৮২ .১৬ শতাংশ। ২০১২ সালে গড় উত্তীর্ণের হার ছিল ৮৬.৩২ শতাংশ। চলতি বছরে পাসের হার ৮৯.৩ শতাংশ। ।

... ...... এভাবে চলতে থাকলে ২০১৪ সালে পাসের হার ৯২.৮ শতাংশ; ২০১৫ সালে ৯৫.০৭ শতাংশ; ২০১৬ সালে পাশের হার ৯৮.২ শতাংশ; ২০১৬ সালে হতে হবে ১০০ শতাংশ !!!! এরপর সরকারগুলো- শিক্ষা মন্ত্রণালয় কি করবে? কিভাবে দেখাবে শিক্ষার উন্নয়ন, পাসের হার বৃদ্ধি... ?? দেশের শিক্ষা- শিক্ষিত জনগোষ্ঠী- পাসের হার সবই কি থমকে দাঁড়াবে !!! এই ডেডলক পরিস্থিতি থেকে উত্তরণের জন্য শিক্ষা মন্ত্রণালয় দুটো কাজ করতে পারে ... ... ১) ডবল/ ত্রিপলপাশের সিস্টেম চালু করতে পারে। মানে গোল্ডেন এ+ পেলে ত্রিফল পাস; এ গ্রেড ফেলে ডবল পাস; বাকিগ্রেডগুলো সিঙ্গেল পাস। হিসেবে থাকবে ১০০% শিক্ষার্থী কিন্তু তিনবার/ দুইবার/ একবার সবপাস মিলিয়ে পাসের হার ক্রমশ ১১০%, ১২০% ... হবে । । অথবা, ২) শিক্ষার্থীদের সাথে তাদের পিতা-মাতাদেরও পাশ করিয়ে দিতে পারে।

হিসেবে থাকবে শিক্ষার্থীরা; আর পাসের হার ১০০% ক্রস করবে শিক্ষার্থী+অভিভাবকদের মিলিত যোগফলে । । েআগামীতে গভীর সংকটের মুখে পড়বে শিক্ষা মন্ত্রণালয়- ২০১১ সালে এসএসসি পরীক্ষায় পাসের হার ছিল ৮২ .১৬ শতাংশ। ২০১২ সালে গড় উত্তীর্ণের হার ছিল ৮৬.৩২ শতাংশ। চলতি বছরে পাসের হার ৮৯.৩ শতাংশ।

। ... ...... এভাবে চলতে থাকলে ২০১৪ সালে পাসের হার ৯২.৮ শতাংশ; ২০১৫ সালে ৯৫.০৭ শতাংশ; ২০১৬ সালে পাশের হার ৯৮.২ শতাংশ; ২০১৬ সালে হতে হবে ১০০ শতাংশ !!!! এরপর সরকারগুলো- শিক্ষা মন্ত্রণালয় কি করবে? কিভাবে দেখাবে শিক্ষার উন্নয়ন, পাসের হার বৃদ্ধি... ?? দেশের শিক্ষা- শিক্ষিত জনগোষ্ঠী- পাসের হার সবই কি থমকে দাঁড়াবে !!! এই ডেডলক পরিস্থিতি থেকে উত্তরণের জন্য শিক্ষা মন্ত্রণালয় দুটো কাজ করতে পারে ... ... ১) ডবল/ ত্রিপলপাশের সিস্টেম চালু করতে পারে। মানে গোল্ডেন এ+ পেলে ত্রিফল পাস; এ গ্রেড ফেলে ডবল পাস; বাকিগ্রেডগুলো সিঙ্গেল পাস। হিসেবে থাকবে ১০০% শিক্ষার্থী কিন্তু তিনবার/ দুইবার/ একবার সবপাস মিলিয়ে পাসের হার ক্রমশ ১১০%, ১২০% ... হবে । ।

অথবা, ২) শিক্ষার্থীদের সাথে তাদের পিতা-মাতাদেরও পাশ করিয়ে দিতে পারে। হিসেবে থাকবে শিক্ষার্থীরা; আর পাসের হার ১০০% ক্রস করবে শিক্ষার্থী+অভিভাবকদের মিলিত যোগফলে । । ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.