আমাদের কথা খুঁজে নিন

   

পুরুষরা জন্ম নিয়েছে মেয়েদের সেবা গ্রহনের জন্য ?

দুনিয়াতে শুধু দুই প্রকার মানুষ আছে। একদল ভাল, একদল খারাপ। এর বাইরে আর কোন বিভেদ নাই। অনেক ছেলে , মেয়েদের বোকা বলে । আমি বিষয়টার সাথে একমত না ।

বুদ্ধি প্রতিবন্ধি ছাড়া কোন মানুষই বোকা নয় । আমার কথাটার সাথে অনেকেই একমত নাও হতে পারে । একজন ছেলে পরিবার থেকে যে ছাড় ঘুরে বেড়ানোর সহায়তা সহযোগিতা টুকু পায় । একজন মেয়েকি সেটা পায় ? পায় না । ঘরের আধারের মাঝে নিজেকে আড়াল করে রাখে ।

প্রতিবছর বোর্ড পরীক্ষার ফলাফলে বরাবরই মেয়েরা এগিয়ে থাকে । কিন্তু বাংলাদেশে এত কম সংখ্যক মেয়ে ডাক্তার প্রকৌশলী হয় কেন ? কারন পরিবার থেকে তাকে সহায়তা দেয়া হয়না । বলা হয় , একজন মেয়ে এত পড়াশুনা করে কি করবে ? কয়েকদিন পর তো স্বামীর ঘরে চলে যাবে । শুধুমাত্র পরিবারের এই ভুল ধারনার কারনে দেশের আশি শতাংশ মেয়ে পড়াশুনা ছেড়ে দেয় । অথবা স্থানীয় কলেজে অনার্স / ডিগ্রীতে ভর্তি করে দেয় ।

কোর্স শেষ করার আগেই বিয়ের গরম খবর আসতে থাকে । সেটা সম্পন্ন হতেও সময় লাগে না । তারপর ?অন্য রকম ঝামেলায় পড়ে যায় সে । সেটা আর ব্যাখ্যা করলাম না । খুব কম পরিবারই মেয়েদের ইচ্ছার গুরুত্ব দেয় ।

দিলেও সেটার হার অতি নগন্য । আমি একজন ছেলে হিসেবে রাত বিরাতে ঢাকার রাস্তায় বের হতে পারি । যেখানে সেখানে যেতে পারি । কিন্তু তুমি যেতে পারবা না । তাহলে তুমি জানবা কিভাবে রাতের ঢাকা কেমন ? বলা হয়ে থাকে , মেয়েরা জন্মেছে সেবা করার জন্যে ।

পুরুষরা জন্ম নিয়েছে তাদের সেবা গ্রহনের জন্য । চরম হাসি লাগে আমার । এটা একটা প্রাগৈতিহাসিক যুগের চিন্তাভাবনা । কিন্তু আমরা এখনো এই ধারনা থেকে বের হতে পারিনি । বলা হয়ে থাকে , বাংলাদেশে নারীদের জীবনযাত্রার মান ক্রমসই উন্নত থেকে উন্নততর হচ্ছে ! ব্যাপারটা বিস্ময়কর ।

একইসাথে মিথ্যাচার । নারীরা রাস্ট্রীয় ক্ষমতায় আসীন হয়েছে । কিন্তু ভেবে দেখা হয়না যে , দুই একটা মতিয়া চৌধুরীর মত নেতা বাদ দিলে প্রায় সব কয়...টায় পরিবারতন্ত্রের সুযোগে খালেদা হাসিনার মত নেত্রী হয়েছে । প্রকৃত পক্ষে কতটুকু উন্নত হচ্ছে আমি সে ব্যাপারে সন্দিহান । রাস্ট্রীয় ক্ষমতায় আসিন সাহারা খাতুনের মত পতিতা ব্যবসায়ীর কারনে দেশের নারীদের খুব একটা উন্নয়ন হওয়া সম্ভব না ।

নারী নীতি বাস্তবায়ন নিয়ে ভুয়া ডিজিটাল বাংলাদেশের ভূয়া জননেত্রীর টালবাহানা দেখে অবাক হয় আমি । ব্যাপারটা আপনার আমার মত হয়তো গুটি কয়েক লোক বুজবে । বাকিরা সব ঐসব ভুয়া দেশনেত্রী জননেত্রীর মুরিদ হতে দলে দলে লাইন ধরবে । তাহলে নারীরা সংকট থেকে কিভাবে পরিত্রান পাবে ? এটা ভাবার মানুষ রাস্ট্রনায়কদের আশে পাশেও নেই । মেয়েদের মেধা আছে ।

তাদের মেধা কাজে লাগাতে দেয়া হয়না । পূর্ববর্তিদের অবস্থা দেখে তারা নিজেরাই হীন মন্যতাই ভুগে । যে সব মেয়ে নতুন করে ভাবতে চায় , শৃঙ্খল থেকে বের হয়ে আসতে চায় , স্বাধীন , মুক্ত চিন্তা করতে চায় , এক শ্রেনীর মৌলবাদী পুরুষ , পথের কাটা হয়ে দাড়ায় । কারন , ঐ সব পুরুষের মেধা কম । তারা যে জায়গাতে আছে , মেধার জোরে তুমি ঐ জায়গা জয় করলে সে আস্তাকুড়ে নিক্ষিপ্ত হবে ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.