ছোটকাল থেকে শুনে এসেছি মায়ের পদতলে জান্নাত। নারীদের খেদমত করলেই বেহেস্ত পাওয়া যায়। কিন্তু পুরুষরা সেই জান্নাত মনে হয় হাতছাড়া করতে চায়না। আর তাই মেয়েদের, বোনদের, স্ত্রীদের ও মায়েদের সকাল সন্ধা বাপ, ভাই, স্বামী ও ছেলেরা খুব তদারকিতে রাখতে চায়। আর প্রত্যেক কাজেই চলে তাদে তদারকি এটা কর ওটা করনা। এখানে যাও ওখানে যেওনা। একটু দেড়ি হলেই পাহাড় ভেঙ্গে মাথায়। কোথায় ছিলে, কি করছিলে, কেন দেড়ি হল ইত্যাদি হাজার প্রশ্ন। মাঝে মধ্যে চিন্তা করি এটাই কি মা বোনদের বা নারীদের খেদমত করার নমুনা? না হলে হয়তো পুরুষরা বেহেস্ত হাতছাড়া করতে চায়না।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।