ফেসবুকে আমারে "বিডি আইডল" নামে সার্চ দিয়া পাওয়া যাবে ক. পরিমলের বাড়ী গোপালগন্জে। আওয়ামী লীগের আমলে গোপালগন্জের লোকজন স্বভাবতইঃ সব সুযোগ-সুবিধা পাবে এটা দোষের কিছু না। উপরন্তু সে হিন্দু। সংখ্যালঘু এই সম্প্রদায়ের কিছু ঘটনা নিয়ে একটা লেখা পড়েছিলাম কালকে।
স্কুলের শিক্ষকতার চাকরিটা তার হয়েছিল বিশেষ সুপারিশে।
বিসিএস ক্যাডারে তার নাম ইতিমধ্যেই অর্ন্তভুক্ত হয়ে গেজেট প্রকাশের অপেক্ষায় আছে। এই লোক বিবাহিত ও তার বাচ্চা আছে।
খ. আওয়ামী ভক্ত সংবাদ নামক পুরনো একটি পত্রিকার খবরে প্রকাশিত হয়েছে সে ছাত্রীর নাম। ছাত্রী গর্ভবতী হয়েছে এবং গর্ভপাত করেছে এ খবরও একমাত্র এই পত্রিকায় প্রকাশিত হয়েছে। খবরটি যিনি লিখেছেন এবং সম্পদনা করেছেন, অবধারিত ভাবেই এই দুজন পুরুষ, খুব সম্ভবত আওয়ামী লীগও করেন।
তাদের নিজেদেরই হয়ত ১৪-১৫ বছর বয়সী মেয়েও আছে।
গ. প্রথম আলোর মত নারী অধিকার রক্ষায় সর্বদা সচেষ্ট একটি পত্রিকা পরিমলের ঘটনা নিয়ে প্রথম ৩ দিন কোন খবরই প্রকাশ করেনি। যেটা সে সময় অনান্য পত্রিকায় প্রথম পাতায় লিড-সেমি লিড নিউজ ছিল। পরবর্তীতে দায়সারা ভাবে যে খবর ছাপছে সেটাও একজন পুরুষই লিখছে। আর মতিউর রহমানের লিঙ্গ বোধকরি পুং-ই।
ঘ. গোয়েন্দাসুত্রের বরাতে প্রকাশিত হয়েছে পরিমল একাধিক ছাত্রীর সাথে এই ধরণের কাজ করেছে, ভিডিও-ছবি ধারণ করেছে। এই খবর পড়ে আমাদের সুশীল চেহারার নীচে একটা লকলকে জিহ্বা নড়ে উঠে। লিংক আসবে তো? সামু ব্লগে সে লিংক দিয়ে পাতায়-পাতায় পোষ্ট আসবে তো?
ঙ. সামু ব্লগের ডানদিকে ঈভটিজিং একটা উইজেট আছে। এই ব্লগেই কত অগুরুত্বপূর্ণ-বিতর্কিত বিষয়ে পোষ্ট স্টিকি হয়েছে। কিন্তু এই ইস্যুতে কোন পোষ্টই স্টিকি হবে না।
এই বিষয়ে সিদ্ধান্ত নেবার পিছনেও পুরুষই আছেন বোধ করি।
চ. আমরা পুরুষরা, সবই পারি। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।