আমাদের কথা খুঁজে নিন

   

সততার অনন্য প্রমান দিলেন বেলাল

সততার অনন্য প্রমান দিলেন বেলাল ইতালিয় টিভির একটি জনপ্রিয় অনুষ্ঠানের নাম “লে ইয়েনে”। এই অনুষ্ঠানের মাধ্যমে মানুষের প্রকৃত রুপ তুলে ধরা হয়। সাম্প্রতিক এক অনুষ্ঠানে গির্জার সামনে দানবক্স পেতে (গোপন ক্যামেরায় ভিডিও হচ্ছিল) গীর্জার ফাদার সেজে দাড়িয়ে ছিলেন উপস্থাপক। কোনো বিদেশিকে দেখলেই তিনি ডেকে বলেন, তুমি একটু এই দানবাক্সটা পাহারা দাও, আমি টয়লেট থেকে আসছি। এই সুযোগে সে আগে থেকে ঠিক করে রাখা মানুষদের দিয়ে আরো কিছু টাকা রাখেন দানবাক্সে।

মজার বেপার হলো- যারা দানবক্স পাহারা দিয়েছে, সুযোগ বুঝে তারা সবাই টাকা চুরি করেছে। একমাত্র বেলাল নামের একজন বাংলাদেশি যুবক টাকা চুরি করেননি। গোপন ক্যামেরায় ফাদার যখন দেখলেন বেলাল টাকা চুরি করছে না, তিনি বেলালকে লোভ দেয়ার জন্য আরও লোক পাঠিয়ে ৩০০ ইউরো (যা বাংলাদেশের ৩০ হাজার টাকা) ফেলেন দানবক্সে। তারপরও বেলাল একটি টাকায়ও হাত দেননি। বেলালের এই সততার দৃশ্য টিভিতে প্রচারিত হলে অনেকেই উপস্থাপকের মাধ্যমে বেলালকে সাধুবাদ জানায়।

বেলালের সততায় মুগ্ধ হয়ে এদের মধ্যে এক ইতালিয় মেয়ে বেলালের সাথে দেখা করতে চায়। উপস্থাপকের মাধ্যমে তাদের দেখা হয় এবং মেয়েটি কালাব্রিয়া নামের শহরে তাদের পারিবারিক প্রতিষ্ঠানে বেলালকে চাকরির অফার করে। উল্লেখ্য, বেলাল চাকরির অভাবে ভ্রাম্যমান ফুল বিক্রেতার কাজ করতেন। এখন তিনি ঐ মেয়েদের পারিবারিক প্রতিষ্ঠানে চাকরি করছেন এবং তাদের পরিবারের সাথেই থাকছেন। উপস্থাপক খুব উচ্ছাসের সাথে বলছিলেন, অনেক দেশের মানুষকে তিনি টাকার ঝুড়ি পাহারা দিতে বলেছিলেন, সবাই টাকা চুরি করেছে।

শুধু বাংলাদেশের বেলাল কোনো টাকা চুরি করেনি। উপস্থাপক বেলালকে প্রশ্ন করেন, তুমি টাকা নিলে না কেন? উত্তরে বেলাল বলেন, আমি আমার দায়িত্বকে সম্মান করি। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন। তথ্যসূত্র; bangla.it ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.