ঢাকা, জুলাই ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মওদুদ আহমদ আইনমন্ত্রী থাকা অবস্থায় নূরুল ইসলাম হত্যা মামলার তদন্ত ও বিচারে প্রভাব বিস্তার করেছিলেন বলে অভিযোগ করেছেন বন ও পরিবেশ প্রতিমন্ত্রী হাছান মাহমুদ। সচিবালয়ে পরিবেশ ও বন মন্ত্রণালয় কার্যালয়ে রোববার সাংবাদিকদের প্রতিমন্ত্রী বলেন, মওদুদ আহমদ প্রভাবিত করায় আদালত বিপ্লবকে দণ্ড দেয়। মহামান্য রাষ্ট্রপতি এসব বিবেচনায় তাকে ক্ষমা করে দিয়েছেন। এ ধরণের ঘটনা বিভিন্ন মেয়াদে বিএনপি ক্ষমতায় থাকাকালেও ঘটিয়েছে। এ প্রসঙ্গে বন ও পরিবেশ প্রতিমন্ত্রী বলেন, যাদের রাজনীতি মিথ্যা ও হত্যার ওপর প্রতিষ্ঠিত, তারা বিপ্লবকে ক্ষমা করে দেওয়ার বিষয় নিয়ে প্রশ্ন তোলার নৈতিক ক্ষমতা রাখেন না। তিনি জিয়াউর রহমানের শাসনামলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 'সেভেন মার্ডার' মামলার প্রধান অভিযুক্ত শফিউল আলম প্রধান ও স্বাধীনতাবিরোধী ১২ হাজার রাজাকার ও দালালকে মুক্তি এবং ১৭ মুক্তিযোদ্ধা সেনা কর্মকর্তাকে ফাঁসি দেওয়ার বিষয় উল্লেখ করেন। "১৫ অগাস্ট বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বিচার বন্ধ, ৩ নভেম্বর কেন্দ্রীয় কারাগারে জাতীয় চার নেতা হত্যাকাণ্ড ও এ সব হত্যাকাণ্ডের অভিযুক্তদের রাষ্ট্রীয় পদে বসিয়ে পুরস্কৃত করেছেন জিয়াউর রহমান।" পরবর্তী সময়ে খালেদা জিয়ার শাসনামলে 'জোড়া খুনে'র দায়ে ফাঁসির দণ্ড পাওয়া আসামি মহিউদ্দিন ঝিন্টু ও সাবেক উপমন্ত্রী আব্দুল সালাম পিন্টুর ভাই শামসুল আলম তোফার দণ্ড মওকুফ করেন তৎকালীন রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।