নুরুল হক সাহেব বেশ কয়েকবারই নির্বাচনে প্রতিদ্বন্দিতা করেছেন। চেয়ারম্যান পদে নির্বাচিতও হয়েছেন।
উনারতো বিশাল এক সমর্থক গোষ্ঠী আছেন। যারা প্রত্যেকবার নির্বাচনের আগেই উনার পক্ষে প্রচারণা চালাতেন,নানানরকম স্লোগান দিতেন। যেমন:
আমার ভাই,তোমার ভাই,
নুরুল হক ভাই,নুরুল হক ভাই।
শেষবার যখন তিনি নির্বাচনে দাঁড়ালেন,তখন তার সমর্থকরা মহা চিন্তায় পড়ে গেলেন। কারণ, আর কত ওই পুরনো স্লোগানই আওড়াবেন! আর কত!
তারপরেও তারা নুরুল হক সাহেবের পক্ষে প্রচারণায় নামলেন। এবার তাদের স্লোগান গেলো বদলে!
তারা বলতে লাগলেন.....
হইলে হক,না হইলে না হক
নুরুল হক নুরুল হক!!!
(মানে,এইবার নির্বাচিত হলে হোক, না হলে না হোক!)
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।