আমাদের কথা খুঁজে নিন

   

দীর্ঘ ১ বছর পর জন-দুর্ভোগ পোহালো / অবশেষে শ্রীমঙ্গলের মির্জাপুর-শমসেরগঞ্জ সড়কে পুনরায় চালু হলো বাস

আমি সততা ও স্বচ্ছতায় বিশ্বাস করি। মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ২ ইউনিয়নের বাসিন্দাদের মধ্যে অবশেষে জন-দুর্ভোগ পােহালো। দীর্ঘ প্রায় দেড় বছর পর গতকাল রেবাবার থেকে আনুষ্ঠানিক ভাবে শ্রীমঙ্গল-মির্জাপুর-শমসেরগঞ্জ সড়কে পুনরায় চালু করা হলো বাস সার্ভিস। ফলে উপজেলার ভূনবীর ও মির্জাপুর ইউনিয়নের শিক, শিার্থী ও অভিভাবকদের মনে অনেকটা স্বস্থি ফিরে এসেছে। পরপর দু’দিন পরীামূলকভাবে এ রোডে প্রতিদিন ৪টি করে বাস চলাচল করবে।

ক্রমে প্রতিনিয়ত ২৪টি বাস চালু করা হবে। উল্লেখ্য, গত বছরের ২৭ মার্চ থেকে একশ্রেণীর প্রভাবশালী মহলের দৌরাত্বে এ রাস্তায় বাস চলাচল বন্ধ ছিল। ফলে উপজেলার ভূনবীর ও মির্জাপুর ইউনিয়নের শমশেরগঞ্জ, মির্জাপুর, পাঁচাঊন, যাত্রাপাশা, বৌলাশী, ভূনবীর, ভীমশী, পাত্রিকুল, শাসন, সরকারবাজার, সাতগাঁও, মতিগঞ্জ এলাকার হাজার হাজার যাত্রী সাধারণ পড়েন বিপাকে অন্যদিকে স্কুলগামী ছাত্রছাত্রীদেরকেও পোহাতে হয়েছে চরম দুর্ভোগ। কবে এ রাস্তায় আবার বাস চলাচল করবে সে আশায় প্রহর গুনছিল এলাকাবাসী। আকস্মিকভাবে বাস চলাচল বন্ধ হওয়ায় শতাধিক অটোরিক্সা ও ইমা মডেলের গাড়ী রাস্তাটি দখলে নিয়ে যাত্রীদের কাছ থেকে ইচ্ছেমতো ভাড়া আদায় করছে বলে অভিযোগ রয়েছে।

বিষয়টি নিয়ে সরকারের বিভিন্ন মহলে দাবী-দাওয়া, আন্দোলনসহ সরকারের কাছে অনেক আবেদন-নিবেদন করা হলে দীর্ঘ দেড় বছরেও এ ব্যাপারে কোন সুষ্ঠু সমাধান হয়নি। স¤প্রতি দেশের বেশ কয়েকটি জাতীয় দৈনিকে ও সাপ্তাহিক পত্রিকায় বিভিন্নভাবে সংবাদ প্রকাশিত হওয়ায় এবং এলাকার শিার্থীদের লাগাতার আন্দোলনের ফলে বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ উপাধ্য আব্দুস শহিদ এমপি’র হস্থেেপ উর্ধ্বতন কর্তৃপসহ এ সড়কে চলাচলরত বিভিন্ন ধরনের পরিবহন চালক, শ্রমিক ও মালিক সমিতির উদ্যোগে এলাকাবাসী, জনপ্রতিনিধি এবং সংশ্লিষ্ট বিভিন্ন মহলের সাথে একাধিক বৈঠকে বাস চলাচলের এ সিদ্ধান্ত গৃহিত হয়। রোববার সকাল ১১টায় হবিগঞ্জ রোডস্থ বাস টার্মিনালে এই বাস সার্ভিসের আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি এমএ মনির। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌর আওয়ামীলীগের সভাপতি সাদাত হোসেন, ভূনবীর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আব্দুর রশীদ, পরিবহন শ্রমিক ইউনিয়ন ও উপজেলা শ্রমিক লীগের সভাপতি খায়রুজ্জামান কামাল প্রমুখ। এসময় এলাকার শিার্থীদের দুর্ভোগ লাঘবের জন্য যে বাস সার্ভিস চালু হল তা কোন মূল্যে অব্যাহত রাখার আশাবাদ ব্যাক্ত করে বক্তারা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.