আমাদের কথা খুঁজে নিন

   

মিরসরাই ট্র্যাজেডি : কিছু ভাবনা

তোমাকে ছাড়া বাচতে পারবো না..... বাস্তবতা যেমন কল্পনার চাইতেও বিস্ময়কর, বাস্তব জীবনের ট্র্যাজেডিও তেমনি সাহিত্যের ট্র্যাজেডির চাইতে অনেক বেশি মর্মন্তুদ। ট্র্যাজিক সাহিত্যে করুণা ও ভয়ের বিমোক্ষণ ঘটে, ব্যক্তি জীবনের ট্র্যাজেডিতে কোন বিমোক্ষণ নেই, আছে করুণা ও বেদনার বিস্তার, আমৃত্যু বয়ে বেড়ানো যাতনা। নানা দুর্ঘটনায় নিয়ত আমরা হারাচ্ছি প্রিয়জন, পরিবারের একমাত্র কর্মক্ষম ব্যক্তিকে। এটি আমরা নিয়তি হিসাবে মেনে নিয়েছি। এক একটা দুর্ঘনা ঘটে, প্রাণ যায়, বিলাপ করি, আক্ষেপ করি, নানা সংস্থা আর ব্যক্তিকে দোষারোপ করি, আর শেষে সবই কপাল লিখন বলে মেনে নিই।

কিন্তু গত ১১ জুলাই ঘটে যাওয়া মিরসরাইয়ের ঐ ট্র্যাজিক ঘটনা আমরা ভুলবো কি করে? এতগুলো উচ্ছ্বল শিশুর প্রাণ নিমেষে নিভে গেল? নিয়তি নিষ্ঠুর। তাই বলে এতো নিষ্ঠুর! ড্রাইভার যে মোবাইলে কথা বলছিল সেও বুঝি নিয়তিরই বিধান! বিজয়ী ও পরাজিত দু পক্ষেরই আনন্দে উদ্বেলিত শিশুরা (শিশু বলেই জয় পরাজয়ের ধার তারা ধারেনি। ) গাদাগাদি করে উঠেছে যে ট্রাকে, সে ট্রাকের চালকের এতটুকু সাধারণ বোধ কাজ করেনি! আক্ষেপ করে কি হবে, নিয়তি বলে মেনে নিলেই সব চুকে যায়। কিন্তু একজন পিতার দৃষ্টিতে যখন দেখি তখনতো আর মেনে নিতে পারি না। আমার বাড়িও মিরসরাই।

আমিও ঐ এলাকাতে থাকতে পারতাম। আমার চতুর্থ শ্রেণীতে পড়া ছেলেটি আবু তোরাবের কোন স্কুলের ছাত্র হতে পারতো। শুধু আমার নয়, বাংলাদেশের প্রতিটি পিতার সন্তানই মিরসরাইয়ের সন্তান হতে পারতো। আমার মতো বাংলাদেশের প্রতিটি পিতার অন্তরেই নিশ্চয় ঐ ট্র্যাজিক বেদনা সঞ্চারিত হয়েছে। যার বিলোপ ঘটবে না, যা কেবল বিস্তৃত হয়ে থাকবে, নির্বোধ মানুষের সামান্য অবহেলার কারণে অসামান্য সব বিপর্যয় ঘটতে থাকবে, আমাদের মনো কষ্ট কেবল বাড়তেই থাকবে।

আসুন আমরা ঐ শাহাদাত বরণকারী অবোধ শিশু গুলোর জন্য, তাদের পিতা-মাতা আর আত্মীয় স্বজনের জন্য দোয়া করি। মহান সৃষ্টি কর্তার কাছে এই বলে আকুতি করি যেন পিতার কাঁধে সন্তানের লাশ এর দুর্বহ বোঝা আর না ওঠে, মানুষগুলো যেন স্বাভাবিক মৃত্যুর অধিকারটুকু পায়। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.