আমাদের কথা খুঁজে নিন

   

মিরসরাই এ ৩৫ জন ছাত্রের মৃত্যু কি দুর্ঘটনা ? এভাবেই আমরা শোকার্ত হবো আবার ভুলে যাবো, এরপর আবারো ঘটবে । এর আগেও তো কতবারই ঘটেছে ? কিন্তু এর শেষ? ভেবেছেন কিছু ?

এ থেকে শেখার আছে সবার । প্রতিটি নাগরিকের । এখনো সময় আছে একটু চিন্তা করুন । এটা কোন দুর্ঘটনা নয় । এটাকে "দুর্ঘটনা" বলার কোন কারন নেই ।

দুর্ঘটনা হল সেটা যা মানবিক ত্রুটির কারনে ঘটে । অথবা যান্ত্রিক গোলযোগের কারনে ঘটে অথবা দৈব কারনে ঘটে যার উপর মানুষের হাত নেই । আবার “মানবিক ত্রুটি” বলা যাবে তখন যখন একজন চালক পেশাগত উপযুক্ত প্রশিক্ষনপ্রাপ্ত হওয়ার পর ও যখন রাস্তায় চলাচলের জন্য অন্যান্য অবশ্য প্রয়োজনীয় সাবধানতা অবলম্বন করবেন, গাড়ীর ‘fitness’ থাকবে, নির্দিষ্ট গতিতে গাড়ী চালাবেন, ক্লান্ত অথবা ঘুম-প্রবন অবস্থায় গাড়ী চালাবেন না, নির্দিষ্ট পরিমান মালামাল বহন করবেন ইত্যাদি । তাহলে বলুন, এটাকে কি দুর্ঘটনা বলবেন আপনি ? ঐ ট্রাকটি যদি চালক ও চালাত তাও সেটাকে কি দুর্ঘটনা বলা যেত ? এধরনের ঘটনা গুলো হচ্ছে সুদীর্ঘ ৩৫ বছরের ক্ষমতাসীনদের নষ্ট রাজনীতির সুদুরপ্রসারী ফলাফল । ব্যাখ্যা করছি ।

দেখুন কোন "chain of evil deeds" এসবের পেছনে । ঐ ট্রাকের হেল্পার কোনদিন রাস্তায় ট্রাকের মতো দানব পর্যায়ের একটি যানবাহন রাস্তায় চালানোর "ঝুঁকি" বিষয়ক কোন প্রশিক্ষন পায় নি । রাস্তায় ট্রাকের মতো দানব পর্যায়ের একটি যানবাহন কিভাবে নিরাপত্তার সঙ্গে চালাবে সেই বিষয়ে পায়নি "নিরাপত্তা" বিষয়ক কোন প্রশিক্ষন । "জীবন মহা মূল্যবান" পায় নি সে এ বিষয়ে ও কোন ধারনাগত প্রশিক্ষন । তার তো ট্রাক চালানোর “license” ই নেই ।

উল্টো সে জানে সে যত বড় অন্যায়ই করুক সমস্যা নেই । কারন "১০ টাকার" ট্রাফিক পুলিশ অথবা '২০ টাকার' সার্জেন্টকে ভয় করার কোন কারন নেই । আবার সেই ট্রাফিক জানে '২০ টাকা' নিয়ে সে যে প্রতিনিয়ত কতো জীবনকে আচম্বিতে শেষ করার "টিকেট" দিয়ে এসেছে এটা প্রশাসন ভালো করেই জানে । কিন্তু তার ভয় নেই এটা ও সে ভালো করে জানে কারন তার ২০ টাকার ভাগ তার উপরওয়ালা ও নিচ্ছে । এরপর কথা আসে “ভুয়া” license এর ।

কারা দেয় সেটা ? কতিপয় অসৎ কর্মচারী যারা তাদের “আয়” এর ভাগ নিয়মিত দেয় তাদের উপরওয়ালাকে । আর সেই উপরওয়ালার “অসততা” আর বাংলাদেশ সরকারের প্রতিটি মন্ত্রনালয়ের “অসৎ” প্রশাসনিক কর্মকর্তাদের “অসততা” একই রকম । এরপর মাঝখানের সব কিছু বাদ দিয়ে শেষের “evil deed”টাই বলা যায় যে কিভাবে এরা শেষ পর্যন্ত এমনকি মন্ত্রীদের প্রভাবে অভিযোগ, বিচার এবং শাস্তি থেকে রেহাই পায় । তাহলে কি দাঁড়াচ্ছে ? এই মন্ত্রীরা কারা ? এরা কি তারাই নয় যাদেরকে আপনি ভোট দিয়েছিলেন আপনার চাকুরী, ব্যবসা বা ক্ষমতার সুবিধার্থে ? এরাই কি পরোক্ষভাবে আপনার সর্বনাশ করছে না ? ভাবুন একবার । আমাদের করনীয় কি ? http://www.youtube.com/watch?v=MAkxrl7_xnc ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.