সময় খুব কম, যত পারেন ভালো কাজ করুন যাই হোক অন্তত একদিন তো জাতীয় শোক পালন করা হবে। আমার চাওয়ার একটু হলেও পূরণ হলো। সর্বোপরি নিহতের পরিবারগুলো সামান্য হলেও একটু সমবেদনা পাবেন সবার কাছ থেকে যদিও বা তা তাদেরকে কতটুকু শান্ত করবে এটা একমাত্র আল্লাহই জানেন। আজ ঢাকায় তথ্য মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা সুবোধ চন্দ্র ঢালি জানিয়েছেন, মিরসরাইয়ের এ মর্মান্তিক মৃত্যুর ঘটনায় কাল বুধবার সারা দেশে সব শিক্ষাপ্রতিষ্ঠানে শোক কর্মসূচি পালন করা হবে। কাল শিক্ষক ও শিক্ষার্থীরা কালো ব্যাজ ধারণ করবেন এবং নিহতদের উদ্দেশ্যে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে মিলাদ মাহফিল করা হবে। সরকারি ও বেসরকারি সব শিক্ষাপ্রতিষ্ঠানে এ কর্মসূচি পালন করা হবে। এছড়াও শিক্ষামন্ত্রী প্রত্যেক নিহতের পরিবারকে ২৫ হাজার টাকা এবং আহতদের চিকিতসার বাইরে পাঁচ হাজার টাকা দেওয়ার ঘোষণা দেন এবং শিল্পমন্ত্রী প্রত্যেক নিহতের পরিবারকে ১০ হাজার টাকা এবং আহতদের পাঁচ হাজার টাকা দেওয়ার ঘোষণা দেন। সামু ব্লগারদের জন্যে মিরসরাই ট্রাজেডি বিষয়ক আমার পোস্টটি আবার দিলাম, এখানে ক্লিকান>>>
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।