আমাদের কথা খুঁজে নিন

   

মিরসরাই ট্র্যাজেডি : খালেদা জিয়ার অনুদান গায়েব করলো কারা

আমি নতুন কিছু লিখবো মিরসরাইয়ে নিহত ও আহতদের পরিবারের জন্য বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার অনুদানের বেশিরভাগ অংশ গায়েব করার অভিযোগ পাওয়া গেছে। পাশাপাশি বিএনপির আরো কয়েকজন নেতার ঘোষিত অর্থও অনেক পরিবার পায়নি বলে অভিযোগ উঠেছে। গত ১১ জুলাই মিরসরাইয়ে ট্রাক উল্টে ৪০ জন নিহত ও ১৮ জন আহত হওয়ার পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া, মন্ত্রী, সাংসদসহ বিভিন্ন পর্যায়ের নেতারা ঘটনাস্থলে ছুটে আসেন। এ সময় অনেকে এসব নিহত আহত পরিবারের জন্য ৫ হাজার থেকে শুর্ব করে ১ লাখ টাকা পর্যন্ত অর্থ অনুদান দেয়া হয়েছে। এসব অর্থ কয়েকজন পেলেও এখনো বেশিরভাগ ক্ষতিগ্রস্ত পরিবার ওই অর্থ পায়নি বলে তারা জানান।

জানা গেছে, সরকারি-বেসরকারি মিলিয়ে নিহতদের পরিবার প্রতি ৩ লাখ ৩২ হাজার টাকা অনুদানের ঘোষণা দেয়া হলেও এ পর্যন্ত মাত্র ১ লাখ ৭৫ হাজার টাকা তারা পেয়েছেন বলে ক্ষতিগ্রস্তরা জানান। নিহতদের প্রত্যেকের পরিবারকে বেসরকারিভাবে বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার পক্ষ থেকে ২৫ হাজার, সালাউদ্দিন কাদের চৌধুরীর স্ত্রীর পক্ষ থেকে ১০ হাজার টাকা, বিএনপি নেতা এম মোর্শেদ খানের পক্ষ থেকে ১০ হাজার টাকা ও বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য অধ্যাপক এম ডি এম কামাল উদ্দিন চৌধুরীর পক্ষ থেকে ৫ হাজার টাকাসহ মোট ৫০ হাজার টাকার অনুদান ঘোষণা করা হয়। দুর্ঘটনায় নিহত প্রফেসর কামাল উদ্দিন কলেজের ২য় বর্ষের শিক্ষার্থী ইফতেখার উদ্দিন মাহমুদের মা রোকেয়া বেগম বলেন, এ পর্যন্ত ১ লাখ ৫০ হাজার টাকা পেয়েছি। গতকাল মধ্যম মায়ানী এলাকায় গেলে আবুতোরাব উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর নিহত তোফাজ্জল হোসেনের পিতা জহির উদ্দিন আহম্মদ ক্ষোভ প্রকাশ করে বলেন, খালেদা জিয়ার পক্ষ থেকে ২৫ হাজার টাকা করে অনুদান দেয়া হলেও আমিসহ আটজন তা পাইনি। যারা পেয়েছেন তাদের প্রত্যেকের খামেও ২ থেকে ৫ হাজার টাকা কম ছিল বলেও মন্তব্য করেন তিনি।

এদিকে খালেদা জিয়ার দেয়া অনুদানের টাকা পাননি বলে জানান নিহত ইফতেখারের মা। আবুতোরাব উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্র নিহত তকিউলৱাহ মাহমুদ শাকিবের মা পারভীন আক্তার এ প্রতিবেদককে বলেন, আমরা এ পর্যন্ত ১ লাখ ৩০ হাজার টাকা সাহায্য পেয়েছি। তবে খালেদা জিয়া, প্রফেসর কামালউদ্দিন ও সালাউদ্দিন কাদের চৌধুরীর স্ত্রীর পক্ষ থেকে ঘোষিত অনুদান পাননি বলে জানান তিনি। একই বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্র নিহত ধ্র্বব নাথের পিতা বীরেন্দ্র নাথ বলেন, খালেদা জিয়ার পক্ষ থেকে দেয়া ২৫ হাজার টাকার প্যাকেটে ২২ হাজার টাকা ছিল। এছাড়া সালাউদ্দিন কাদের চৌধুরীর স্ত্রীর পক্ষ থেকে ঘোষিত অনুদান মাত্র একজনকে দেয়ার পর শোকসভায় ছাত্রদলের দুগ্র্বপের সংঘর্ষ ঘটলে বাকি টাকা ফেরত নেয়া হয় বলে জানান বীরেন্দ্র নাথ।

বিএনপির বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে ঘোষিত অনুদানের কোনো অর্থই পাননি বলে জানান নিহত স্কুলছাত্র আরিফ হোসেনের মা মোর্শেদা বেগম। দলীয় নেতাকর্মীরা বেছে বেছে ওই টাকা তাদের পছন্দের ব্যক্তিদের দিয়েছেন বলেও অভিযোগ করেন তিনি। জানা গেছে, খালেদা জিয়ার অনুদানের টাকা প্যাকেটে ভরার সময় যে কয়েকজন বিএনপির নেতা ছিলেন তাদের মধ্যে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক বেলায়েত হোসেনের কাছে খামে টাকা কম থাকা প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, প্যাকেটগুলো জেলা নেতারা নিজ হাতে করেছেন। তাই কম হওয়ার কথা নয়। কিন্তু এমন ভুল কী করে হলো তা বুঝতে পারছি না।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.