ঝরে গেল ৪৬টি তাজা ও কচি মুখ। যাদের নিয়ে হয়তবা স্বপ্ন ছিল তাদের মা-বাবা, পরিবার বা গোটা জাতির। তাদের এই চলে যাওয়া কি করে ভুলবে তাদের মা-বাবা, বন্ধু, পরিবার। সত্যি এই শোকের স্বান্তনা দেয়ার ভাষা কারও আছে বলে মনে হয় না। যারা চলে গেছে তারা কতটুকুই দেখেছে এই পৃথিবী।
এত তারাতারি তাদের চলে যাওয়ার তো কথা নয়। তবু তারা চলে গেল গোটা জাতিকে কাঁদিয়ে। শোকের মাতম চলছে পুরো মিরসরাইয়ে। লাশের গন্ধে মিরসরাইয়ের বাতাস আজ দূষিত। যেন মৃত্যপুরী।
আমরা কি পারি না পথে আরেকটু সাবধান হতে। আমাদের গাড়ির চালকরা পারেন না আরেকটু সাবধানতা অবলম্বন করতে। কারন তাদের হাতে থাকে অনেকগুলো পরিবারের নিয়তি। চালকদের প্রতি সদয় অনুরোধ তারা যেন আরেকটু সাবধানে গাড়ী চালায়। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।